ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় এক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাল ভরাট করে বালুর ব্যবসা করছেন। এতে বর্ষা মৌসুমে ফসলি জমি, কবরস্থান ও বসতবাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে বালু ব্যবসায়ীর দাবি, তিন বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। তাতে কোনো সমস্যা হচ্ছে না, তাই ভবিষ্যতেও সমস্যা হবে না।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্র্যাক শাখা অফিসের সামনে খাল ভরাট করা হয়েছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কৃষকদের পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল।
সরেজমিনে একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কৃষি উৎপাদনে খর্ণিয়া এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে বছরের ১২ মাসই খেতে কোনো না কোনো সবজি উৎপাদন করে আসছেন স্থানীয় কৃষকেরা। বর্ষা মৌসুমে এই এলাকার পানি সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া একমাত্র খাল দিয়ে ডোংরা বিলের বড় খাল হয়ে খর্ণিয়া স্লুইসগেট দিয়ে নিষ্কাশন হয়ে আসছে।
স্থানীয় আয়নাল হকের ছেলে রেজোয়ান মোড়ল ওই খাল ভরাট করে সেখানে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে স্থায়ীভাবে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আবু হানিফ বলেন, গত বছরও একই কায়দায় রেজোয়ান মোড়ল সরকারি খাল ভরাট করে এই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছিলেন।
প্রশাসনের হস্তক্ষেপে সেটা অপসারণ করা হয় ঠিকই কিন্তু সেটা ছিল দায়সারাভাবে। সম্প্রতি তিনি খালটি আবারও ভরাট করে ব্যবসা চালাচ্ছেন। এ ছাড়া মোসলেম মোড়ল নামের অপর ব্যক্তি তাঁর জমি ভরাট করার কথা বলে আংশিক খালও ভরাট করে নিয়েছেন।
স্থানীয় জাহাঙ্গীর মোড়ল, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘পানিনিষ্কাশনের এই পথটি এভাবে বন্ধ করে দিলে বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে আমাদের সবজিখেত, বসতবাড়ি ও কবর স্থান তলিয়ে যাবে।’
রেজোয়ান মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তিন বছর ধরে এই ব্যবসা করে আসছি। তাতে কোনো সমস্যা হয়নি। তা ছাড়া পানিনিষ্কাশনের জন্য মাটির নিচে পাইপ স্থাপন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, ‘খাল ভরাট করে বালুর ব্যবসা করার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনার ডুমুরিয়ায় এক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাল ভরাট করে বালুর ব্যবসা করছেন। এতে বর্ষা মৌসুমে ফসলি জমি, কবরস্থান ও বসতবাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে বালু ব্যবসায়ীর দাবি, তিন বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। তাতে কোনো সমস্যা হচ্ছে না, তাই ভবিষ্যতেও সমস্যা হবে না।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্র্যাক শাখা অফিসের সামনে খাল ভরাট করা হয়েছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কৃষকদের পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল।
সরেজমিনে একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কৃষি উৎপাদনে খর্ণিয়া এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে বছরের ১২ মাসই খেতে কোনো না কোনো সবজি উৎপাদন করে আসছেন স্থানীয় কৃষকেরা। বর্ষা মৌসুমে এই এলাকার পানি সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া একমাত্র খাল দিয়ে ডোংরা বিলের বড় খাল হয়ে খর্ণিয়া স্লুইসগেট দিয়ে নিষ্কাশন হয়ে আসছে।
স্থানীয় আয়নাল হকের ছেলে রেজোয়ান মোড়ল ওই খাল ভরাট করে সেখানে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে স্থায়ীভাবে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আবু হানিফ বলেন, গত বছরও একই কায়দায় রেজোয়ান মোড়ল সরকারি খাল ভরাট করে এই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছিলেন।
প্রশাসনের হস্তক্ষেপে সেটা অপসারণ করা হয় ঠিকই কিন্তু সেটা ছিল দায়সারাভাবে। সম্প্রতি তিনি খালটি আবারও ভরাট করে ব্যবসা চালাচ্ছেন। এ ছাড়া মোসলেম মোড়ল নামের অপর ব্যক্তি তাঁর জমি ভরাট করার কথা বলে আংশিক খালও ভরাট করে নিয়েছেন।
স্থানীয় জাহাঙ্গীর মোড়ল, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘পানিনিষ্কাশনের এই পথটি এভাবে বন্ধ করে দিলে বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে আমাদের সবজিখেত, বসতবাড়ি ও কবর স্থান তলিয়ে যাবে।’
রেজোয়ান মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তিন বছর ধরে এই ব্যবসা করে আসছি। তাতে কোনো সমস্যা হয়নি। তা ছাড়া পানিনিষ্কাশনের জন্য মাটির নিচে পাইপ স্থাপন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, ‘খাল ভরাট করে বালুর ব্যবসা করার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে