বিনোদন প্রতিবেদক
কিং শাহরিয়ারের প্রযোজনায় এরই মধ্যে ৪০০ পর্ব পার করেছে আরটিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। শুরু থেকেই এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন দিঠি আনোয়ার ও অনুপমা মুক্তি। গত রোববার রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে নতুন নতুন আঙ্গিকে নতুন পর্বের শুটিং সম্পন্ন হলো। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিলেন শিল্পী সমরজিৎ রায় ও চম্পা বণিক। অনুষ্ঠানে সমরজিৎ গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘ও মেয়ের নাম দেব কী’। চম্পা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ‘এই মন তোমাকে দিলাম’। এ ছাড়া সমরজিৎ ও চম্পা দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। ‘এই রাত তোমার আমার’ প্রচার হয় বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে।
অনুষ্ঠান নিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘এই রাত তোমার আমার অনুষ্ঠানটি নবীন-প্রবীণের এক সেতুবন্ধন। আমি সঞ্চালনায় থাকলেও অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করি। প্রতিটি অনুষ্ঠান শিল্পীদের নতুন নতুন তথ্য আর অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সমরজিৎ রায় ও চম্পা বণিক দুজনেই আমার প্রিয় শিল্পী। তাঁদের গান আমাকে আগেও মুগ্ধ করেছে, এবারও মুগ্ধ করল।’
সমরজিৎ বলেন, ‘আগেও বহুবার এই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ হয়েছে। এবারও ভালো লাগা তিনটি গান গাইলাম।’ সমরজিৎ এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন অনুষ্ঠানের জন্য। ২৪ ডিসেম্বর কক্সবাজারে ও ৩১ ডিসেম্বর নোয়াখালীতে দুটি স্টেজ শোতে গান গাইবেন তিনি।
চম্পা বণিক বলেন, ‘আগেও এই অনুষ্ঠানে গেয়েছি। বেশ সাড়া পেয়েছি। এবারের অনুষ্ঠানে দুজনেই চেষ্টা করেছি দর্শকপ্রিয় গান গাওয়ার। আশা করছি, এবারও দর্শক-শ্রোতা আমাদের গাওয়া গান শুনবেন।’
২২ ডিসেম্বর নিজের দুটি নতুন গানের রেকর্ডিং করবেন চম্পা। রেকর্ডিং শেষে বিস্তারিত জানাবেন। তার আগে ২১ ডিসেম্বর বিটিভির একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এ ছাড়া, ২৩ ডিসেম্বর বাংলাদেশ বেতারের একটি অনুষ্ঠানে, ২৪ ডিসেম্বর এনটিভিতে সকালের লাইভে গাইবেন তিনি।
কিং শাহরিয়ারের প্রযোজনায় এরই মধ্যে ৪০০ পর্ব পার করেছে আরটিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। শুরু থেকেই এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন দিঠি আনোয়ার ও অনুপমা মুক্তি। গত রোববার রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে নতুন নতুন আঙ্গিকে নতুন পর্বের শুটিং সম্পন্ন হলো। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিলেন শিল্পী সমরজিৎ রায় ও চম্পা বণিক। অনুষ্ঠানে সমরজিৎ গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘ও মেয়ের নাম দেব কী’। চম্পা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ‘এই মন তোমাকে দিলাম’। এ ছাড়া সমরজিৎ ও চম্পা দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। ‘এই রাত তোমার আমার’ প্রচার হয় বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে।
অনুষ্ঠান নিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘এই রাত তোমার আমার অনুষ্ঠানটি নবীন-প্রবীণের এক সেতুবন্ধন। আমি সঞ্চালনায় থাকলেও অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করি। প্রতিটি অনুষ্ঠান শিল্পীদের নতুন নতুন তথ্য আর অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সমরজিৎ রায় ও চম্পা বণিক দুজনেই আমার প্রিয় শিল্পী। তাঁদের গান আমাকে আগেও মুগ্ধ করেছে, এবারও মুগ্ধ করল।’
সমরজিৎ বলেন, ‘আগেও বহুবার এই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ হয়েছে। এবারও ভালো লাগা তিনটি গান গাইলাম।’ সমরজিৎ এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন অনুষ্ঠানের জন্য। ২৪ ডিসেম্বর কক্সবাজারে ও ৩১ ডিসেম্বর নোয়াখালীতে দুটি স্টেজ শোতে গান গাইবেন তিনি।
চম্পা বণিক বলেন, ‘আগেও এই অনুষ্ঠানে গেয়েছি। বেশ সাড়া পেয়েছি। এবারের অনুষ্ঠানে দুজনেই চেষ্টা করেছি দর্শকপ্রিয় গান গাওয়ার। আশা করছি, এবারও দর্শক-শ্রোতা আমাদের গাওয়া গান শুনবেন।’
২২ ডিসেম্বর নিজের দুটি নতুন গানের রেকর্ডিং করবেন চম্পা। রেকর্ডিং শেষে বিস্তারিত জানাবেন। তার আগে ২১ ডিসেম্বর বিটিভির একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এ ছাড়া, ২৩ ডিসেম্বর বাংলাদেশ বেতারের একটি অনুষ্ঠানে, ২৪ ডিসেম্বর এনটিভিতে সকালের লাইভে গাইবেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে