ড. মো. শাহজাহান কবীর
সমাজে বসবাসরত প্রত্যেক মানুষ একে অন্যকে শ্রদ্ধা-সম্মান করবে এবং পরস্পরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হবে, এটিই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী ও সঙ্গী-সাথিদের সঙ্গে উত্তম ব্যবহার করবে।’ (সুরা নিসা: ৩৬)
প্রতিবেশীকে কষ্ট দেওয়া মুসলমানের ইমানের পরিপন্থী কাজ। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। (মিশকাত) হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে এ কথা বলতে শুনেছি, যে ব্যক্তি তৃপ্তিসহকারে উদরপূর্তি করে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ইমানদার নয়। (বায়হাকি)
ইসলামে শুধু একজন মুসলিমের অধিকার সংরক্ষণের কথা বলা হয়নি, জাতি-ধর্ম, বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তার ন্যায্য পাওনার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে প্রতিবেশীর হক তথা অধিকার উপেক্ষিত।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, ওই ব্যক্তিটি কে?’ তিনি উত্তর দিলেন, ‘যার অত্যাচার ও অপকার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকে না।’ (বুখারি ও মুসলিম)
মহানবী (সা.) এরশাদ করেন, হজরত জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতই তাগিদ দিচ্ছিলেন যে, আমি মনে মনে ভাবতে লাগলাম তিনি হয়তো খুব শিগগিরই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেবেন। (মুসলিম)
ড. মো. শাহজাহান কবীর
বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সমাজে বসবাসরত প্রত্যেক মানুষ একে অন্যকে শ্রদ্ধা-সম্মান করবে এবং পরস্পরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হবে, এটিই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী ও সঙ্গী-সাথিদের সঙ্গে উত্তম ব্যবহার করবে।’ (সুরা নিসা: ৩৬)
প্রতিবেশীকে কষ্ট দেওয়া মুসলমানের ইমানের পরিপন্থী কাজ। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। (মিশকাত) হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে এ কথা বলতে শুনেছি, যে ব্যক্তি তৃপ্তিসহকারে উদরপূর্তি করে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ইমানদার নয়। (বায়হাকি)
ইসলামে শুধু একজন মুসলিমের অধিকার সংরক্ষণের কথা বলা হয়নি, জাতি-ধর্ম, বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তার ন্যায্য পাওনার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে প্রতিবেশীর হক তথা অধিকার উপেক্ষিত।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, ওই ব্যক্তিটি কে?’ তিনি উত্তর দিলেন, ‘যার অত্যাচার ও অপকার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকে না।’ (বুখারি ও মুসলিম)
মহানবী (সা.) এরশাদ করেন, হজরত জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতই তাগিদ দিচ্ছিলেন যে, আমি মনে মনে ভাবতে লাগলাম তিনি হয়তো খুব শিগগিরই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেবেন। (মুসলিম)
ড. মো. শাহজাহান কবীর
বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪