Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৪
সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

যশোরের বাঘারপাড়া ও ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে বাঘারপাড়ায় দুই বাসের সংঘর্ষে এক চালক ও ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বাঘারপাড়া প্রতিনিধি জানান, উপজেলায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলার বসুন্দিয়া রোডের জামদিয়া মধ্যপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।নিহত বাস চালক মনির হোসেনের বাড়ি নড়াইলে।

আহত যাত্রী মান্নাফ (৪০) বলেন, চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এমন সময় সামনে থেকে আরেকটি বাস আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আশংকাজনক দুজন হলেন মনির আল নূর ও বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া গ্রামের জুয়েল হোসেন।

বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ আলম রুবেল জানান, বাস দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা আশংকাজনক হওয়ায় সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে বুধবার বিকেলে বাঘারপাড়ার রায়পুরে প্রাইভেট কারের ধাক্কায় একটি ভ্যানের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের শাহিন আলম, নলডাঙ্গা গ্রামের জাকির হোসেন, আন্দলবাড়িয়া গ্রামের ওলিয়ার রহমান এবং তার দুই মেয়ে তাসনিয়া খাতুন ও তাহমিদা খাতুন।

ঝিকরগাছা প্রতিনিধি জানান, যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত