অর্চি হক, ঢাকা
কারও স্টলে বিক্রি হচ্ছে বাহারি রঙের পোশাক, কোনো স্টলে গয়নাগাটি-প্রসাধনী, কোথাও আবার আচার-পিঠাসহ নানা ধরনের খাবার। ক্রেতারা আসছেন, দেখছেন, দরদাম করে কিনে নিচ্ছেন সেগুলো। আর একটু একটু করে আত্মবিশ্বাস জমা হচ্ছে পসরা সাজিয়ে বসা বিক্রেতাদের বুকে। বলছি, সম্প্রতি হয়ে যাওয়া ‘হুর নুসরাত শরৎ উৎসব’ মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের কথা।
তাঁরা কেউই প্রচলিত অর্থে ব্যবসায়ী নন— কেউ গৃহিণী, কেউবা শিক্ষার্থী। কিন্তু সবার স্বপ্ন সফল উদ্যোক্তা হওয়া। এই স্বপ্ন বোনার পেছনে যিনি আছেন, তিনি হলেন ফ্যাশন ব্র্যান্ড হুর নুসরাতের স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা। অর্ধশত নারী উদ্যোক্তাকে নিয়ে কাজ করছেন তিনি।
আজকের পত্রিকাকে নুসরাত আক্তার লোপা বলেন, ‘মাত্র ১ হাজার ২০০ টাকা হাতে নিয়ে আমি হুর নুসরাতের যাত্রা শুরু করেছিলাম। এখন আমাদের কারখানায় সাড়ে তিন শর মতো কর্মী কাজ করছেন। সামাজিক মাধ্যমে হুর নুসরাতের অনুসারী ১০ লাখের বেশি। শূন্য থেকে শুরু করে বারবার হোঁচট খেয়ে আমাকে এ জায়গায় পৌঁছাতে হয়েছে। সে সময়ের কথা চিন্তা করেই আমি নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। নানা প্রতিবন্ধকতার কারণে যাঁরা এগোতে পারছেন না, তাঁদের জন্য কিছু করার চেষ্টা করছি।’
মেলায় অংশ নেওয়া গৃহিণী তাসনিম আক্তার বলেন, ‘ফেসবুকে নুসরাত আপাকে দেখে দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মাথায় চেপে বসে। শূন্য হাতেও যে কিছু করা যায়, সেই পথটা তিনিই দেখিয়েছেন।’
যিনি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পথ দেখাচ্ছেন, সেই নুসরাত আক্তারের যাত্রাটা কিন্তু মোটেই সহজ ছিল না। নুসরাত বলেন, ‘আমরা চার বোন, কোনো ভাই নেই। ছোটবেলা থেকেই শুনতে হয়েছে, ভাই না থাকলে চলবে কী করে, বাবা-মা বুড়ো হয়ে গেলে দেখাশোনা করবে কে? এসব শুনতে শুনতে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্পটা আমার ভেতরে চলে এসেছিল।’
নুসরাতের বেড়ে ওঠা ফেনীতে। উচ্চমাধ্যমিকের পরে চলে আসেন ঢাকায়। ভর্তি হন লালমাটিয়া কলেজে। স্নাতক প্রথম বর্ষেই বিয়ে হয়ে যায় তাঁর। এরপর স্বামী, সন্তান, সংসার সামলে দিন কাটত নুসরাতের। কিন্তু স্বাবলম্বী হওয়ার সংকল্পটাও পিছু ছাড়ছিল না। সে কারণেই একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে বসেন। সেই চাকরিটা হয়েও যায়। শুরুতেই ছিল ১৫ দিনের প্রশিক্ষণ পর্ব।
নুসরাত বলেন, ‘প্রশিক্ষণের ১৩তম দিনে অফিসে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা আমাকে মাঝরাস্তায় নামিয়ে দিল। আমিও পথ হারিয়ে কাঁদতে শুরু করলাম। চাকরিটার সেখানেই পরিসমাপ্তি। এরপর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। ঘুমের ওষুধ খেয়ে সারা দিন ঘুমিয়ে দিন কাটতে লাগল। হঠাৎ একদিন মনে হলো এভাবে তো চলবে না। কিছু তো করতে হবে। ২০১৩ সালের দিকে নিজের হাতে থাকা ১ হাজার ২০০ টাকা দিয়ে আমার ডিজাইনে একটি কুর্তি বানিয়ে সেটার ছবি সামাজিক মাধ্যমে আপ করি। সেই কুর্তিটারই ২০ থেকে ২২টি অর্ডার এল। শুরু হলো হুর নুসরাতের যাত্রা।’
নিজের ব্র্যান্ডের নাম হুর নুসরাত কেন, এমন প্রশ্নের উত্তরে নুসরাত বলেন, ‘হুর সম্পর্কে আমাদের ধারণাটা হলো, তাদের কোনো দুঃখ থাকে না। হাসি-আনন্দের জীবন তাদের। প্রতিটি মেয়ের জীবন হুরদের মতো দুঃখ-কষ্টহীন হবে—সেই ভাবনা থেকেই হুর শব্দটি বেছে নেওয়া। সেটির সঙ্গে নিজের নামটা যুক্ত করেছি।’
নুসরাতের ভাবনা এখন শুধু নিজের ব্যবসাকে ঘিরে নয়। নতুন নারী উদ্যোক্তাদের কীভাবে শক্ত ভিত গড়ে দেওয়া যায়, তাঁদের ছোট ছোট উদ্যোগকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়েও পরিকল্পনা সাজান তিনি।
কারও স্টলে বিক্রি হচ্ছে বাহারি রঙের পোশাক, কোনো স্টলে গয়নাগাটি-প্রসাধনী, কোথাও আবার আচার-পিঠাসহ নানা ধরনের খাবার। ক্রেতারা আসছেন, দেখছেন, দরদাম করে কিনে নিচ্ছেন সেগুলো। আর একটু একটু করে আত্মবিশ্বাস জমা হচ্ছে পসরা সাজিয়ে বসা বিক্রেতাদের বুকে। বলছি, সম্প্রতি হয়ে যাওয়া ‘হুর নুসরাত শরৎ উৎসব’ মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের কথা।
তাঁরা কেউই প্রচলিত অর্থে ব্যবসায়ী নন— কেউ গৃহিণী, কেউবা শিক্ষার্থী। কিন্তু সবার স্বপ্ন সফল উদ্যোক্তা হওয়া। এই স্বপ্ন বোনার পেছনে যিনি আছেন, তিনি হলেন ফ্যাশন ব্র্যান্ড হুর নুসরাতের স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা। অর্ধশত নারী উদ্যোক্তাকে নিয়ে কাজ করছেন তিনি।
আজকের পত্রিকাকে নুসরাত আক্তার লোপা বলেন, ‘মাত্র ১ হাজার ২০০ টাকা হাতে নিয়ে আমি হুর নুসরাতের যাত্রা শুরু করেছিলাম। এখন আমাদের কারখানায় সাড়ে তিন শর মতো কর্মী কাজ করছেন। সামাজিক মাধ্যমে হুর নুসরাতের অনুসারী ১০ লাখের বেশি। শূন্য থেকে শুরু করে বারবার হোঁচট খেয়ে আমাকে এ জায়গায় পৌঁছাতে হয়েছে। সে সময়ের কথা চিন্তা করেই আমি নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। নানা প্রতিবন্ধকতার কারণে যাঁরা এগোতে পারছেন না, তাঁদের জন্য কিছু করার চেষ্টা করছি।’
মেলায় অংশ নেওয়া গৃহিণী তাসনিম আক্তার বলেন, ‘ফেসবুকে নুসরাত আপাকে দেখে দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মাথায় চেপে বসে। শূন্য হাতেও যে কিছু করা যায়, সেই পথটা তিনিই দেখিয়েছেন।’
যিনি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পথ দেখাচ্ছেন, সেই নুসরাত আক্তারের যাত্রাটা কিন্তু মোটেই সহজ ছিল না। নুসরাত বলেন, ‘আমরা চার বোন, কোনো ভাই নেই। ছোটবেলা থেকেই শুনতে হয়েছে, ভাই না থাকলে চলবে কী করে, বাবা-মা বুড়ো হয়ে গেলে দেখাশোনা করবে কে? এসব শুনতে শুনতে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্পটা আমার ভেতরে চলে এসেছিল।’
নুসরাতের বেড়ে ওঠা ফেনীতে। উচ্চমাধ্যমিকের পরে চলে আসেন ঢাকায়। ভর্তি হন লালমাটিয়া কলেজে। স্নাতক প্রথম বর্ষেই বিয়ে হয়ে যায় তাঁর। এরপর স্বামী, সন্তান, সংসার সামলে দিন কাটত নুসরাতের। কিন্তু স্বাবলম্বী হওয়ার সংকল্পটাও পিছু ছাড়ছিল না। সে কারণেই একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে বসেন। সেই চাকরিটা হয়েও যায়। শুরুতেই ছিল ১৫ দিনের প্রশিক্ষণ পর্ব।
নুসরাত বলেন, ‘প্রশিক্ষণের ১৩তম দিনে অফিসে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা আমাকে মাঝরাস্তায় নামিয়ে দিল। আমিও পথ হারিয়ে কাঁদতে শুরু করলাম। চাকরিটার সেখানেই পরিসমাপ্তি। এরপর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। ঘুমের ওষুধ খেয়ে সারা দিন ঘুমিয়ে দিন কাটতে লাগল। হঠাৎ একদিন মনে হলো এভাবে তো চলবে না। কিছু তো করতে হবে। ২০১৩ সালের দিকে নিজের হাতে থাকা ১ হাজার ২০০ টাকা দিয়ে আমার ডিজাইনে একটি কুর্তি বানিয়ে সেটার ছবি সামাজিক মাধ্যমে আপ করি। সেই কুর্তিটারই ২০ থেকে ২২টি অর্ডার এল। শুরু হলো হুর নুসরাতের যাত্রা।’
নিজের ব্র্যান্ডের নাম হুর নুসরাত কেন, এমন প্রশ্নের উত্তরে নুসরাত বলেন, ‘হুর সম্পর্কে আমাদের ধারণাটা হলো, তাদের কোনো দুঃখ থাকে না। হাসি-আনন্দের জীবন তাদের। প্রতিটি মেয়ের জীবন হুরদের মতো দুঃখ-কষ্টহীন হবে—সেই ভাবনা থেকেই হুর শব্দটি বেছে নেওয়া। সেটির সঙ্গে নিজের নামটা যুক্ত করেছি।’
নুসরাতের ভাবনা এখন শুধু নিজের ব্যবসাকে ঘিরে নয়। নতুন নারী উদ্যোক্তাদের কীভাবে শক্ত ভিত গড়ে দেওয়া যায়, তাঁদের ছোট ছোট উদ্যোগকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়েও পরিকল্পনা সাজান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে