Ajker Patrika

খুদে শিক্ষার্থীদের হাতের কাজে মুগ্ধ শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
খুদে শিক্ষার্থীদের হাতের কাজে মুগ্ধ শিক্ষকেরা

জন্মগতভাবে রোকাইয়া আক্তারের এক হাতের কবজি থেকে নিচের অংশ নেই। তাই এক হাত দিয়েই রোকাইয়া বিড়ালের মতো করে একটা ফিঙ্গার পাপেট বানিয়েছে। যে হাতটা স্বাভাবিক, সেই হাতের আঙুলের মধ্যে কাগজের পাপেটটা ঢুকিয়ে রোকাইয়া নড়াচড়া করে দেখাল। আর মুখে ম্যাও ম্যাও শব্দ করে বলল, বিড়াল এখন ডাকছে! তার এখন ক্ষুধা পেয়েছে।

রোকাইয়া রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এই স্কুলে শিল্প ও সংস্কৃতি উৎসব মেলায় রোকাইয়া তার কারুকাজ দেখায়। শুধু রোকাইয়া নয়, ষষ্ঠ শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী ছয়টি দলে বিভক্ত হয়ে এ মেলায় তুলে ধরে বাঙালির হাজার বছরের শিল্প ও সংস্কৃতি। গতকাল সোমবার স্কুলের একটি শ্রেণিকক্ষে এর আয়োজন করা হয়।

এ বছর দেশের ৬২টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নতুন জাতীয় শিক্ষাক্রমের পরীক্ষামূলক কার্যক্রম (পাইলটিং) চালানো হয়। পরীক্ষা ছাড়াই পড়াশোনা কীভাবে হতে পারে, সেটা দেখা হয়েছে এই কার্যক্রমে। পাইলটিং কার্যক্রমের ফল বিশ্লেষণ করে এর বিস্তৃতির ব্যাপারে সিদ্ধান্ত হবে। রাজশাহী শহরের শুধু প্রমথনাথ স্কুলকেই এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। স্কুলটির ষষ্ঠ শ্রেণিতে এ কার্যক্রম চলে।

এ বছর ষষ্ঠ শ্রেণিতে স্কুলের শিক্ষার্থীদের ১১টি বিষয়ের কোনোটিতেই কোনো পরীক্ষা দিতে হয়নি। তবে হাতেকলমে তারা কীভাবে কতটা শিক্ষা গ্রহণ করেছে, তার মূল্যায়ন করেছেন শিক্ষকেরা।

শিল্প ও সংস্কৃতি বিষয়ের শিক্ষা কার্যক্রমের সমাপনী হিসেবেই গতকাল এ মেলার আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা নিজেদের বানানো নানা জিনিসপত্রের প্রদর্শনী করে। ছয়টি গ্রুপের প্রতিটিতে নয়জন করে শিক্ষার্থী এতে অংশ নেয়।

‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের এই উৎসবের একটি ব্যানার করা হয়েছিল হাতে লিখে। মধুমতি গ্রুপের শিক্ষার্থীরা ব্যানারটি করে। মেলায় কেউ বানায় কাকতাড়ুয়া, কেউ পুতুল কিংবা নানা খেলনা বানিয়ে আনে। এখানে বাঙালির হাজার বছরের শিল্প-সংস্কৃতির পাশাপাশি পান্তাভাত, পিঠাসহ নানা খাবারের প্রদর্শনী হয়। সবই বানায় ষষ্ঠ শ্রেণির খুদে শিক্ষার্থীরা। উৎসব দেখতে এসেছিলেন অভিভাবকেরাও।

অভিভাবক আকলিমা বিবি বললেন, ‘সব বাচ্চা এত মজা করে এসব বানিয়েছে, তা ভাবা যায় না। এখানে এসে আমারও ভালো লাগছে।’

প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ‘এবার ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে নতুন কারিকুলামে পাঠদান হয়েছে। কারিকুলামটা চমৎকার লেগেছে। শিক্ষকেরা যদি আন্তরিক থাকেন, তাহলে বাচ্চারা মুখস্থ না করেই ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে। অভিজ্ঞতার আলোকে তারা যুগোপযোগী শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত