Ajker Patrika

২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার ১

ওসমানীনগর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ৩৩
২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার ১

ওসমানীনগরে ২০৫টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহিম (৪২) উপজেলার তাজপুর ইউনিয়নের উদরকোনা (পালপাড়া) এলাকার বাসিন্দা। তাজপুর বাজারের ময়না মিয়ার মার্কেটের সামনে থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

ওসমানীনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদে উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্যের নেতৃত্বে একদল পুলিশ ময়না মিয়ার মার্কেটের সামনে অভিযান চালায়। পুলিশ দেখে ওই দুজন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ২০৫টি ইয়াবা ও ৫ হাজার ২০০ টাকা জব্দ করে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম মাদক বিক্রিতে জড়িত থাকার কথা স্বীকার করেন। পালিয়ে যাওয়া ব্যক্তি দক্ষিণ রাইকদাড়া (খৈগাঁও) গ্রামের আছকির আলী বলে জানান রহিম। আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা এবং পলাতক আছকির আলীর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। গতকাল রহিমকে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত