Ajker Patrika

সড়কজুড়ে অটোরিকশার অবৈধ স্ট্যান্ডে দুর্ভোগ

বেরোবি সংবাদদাতা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১৬
সড়কজুড়ে অটোরিকশার অবৈধ স্ট্যান্ডে দুর্ভোগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মূল ফটকসংলগ্ন পার্কের মোড় এলাকায় মহাসড়ক দখল করে বসানো হয়েছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফলসহ নানা পণ্যের দোকান। এতে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এখান দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষেরা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের উভয় পাশে ১০ ফুট করে দখলে নিয়ে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। পার্কের মোড় এলাকায় দোকানগুলোর সামনে নেই গাড়ি পার্কিং সুবিধা। এ কারণে মোটরসাইকেল কিংবা গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে কেনাকাটা করেন ক্রেতারা। ফলে বিশেষ করে ক্যাম্পাস চালু অবস্থায় অটোরিকশা আর ইজিবাইকের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যত্রতত্র সড়ক দখল করে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড বসানোর কারণে মূলত এখানে যানজট হয়। আর রাস্তার পাশে ফুটপাত না থাকায়ও সমস্যা হচ্ছে।

পার্কের মোড় এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট আবু মুসা বলেন, ‘আসলে এটা অনেক বড় সমস্যা। আমরা চেষ্টা করছি পথচারী ও আটোচালকদের সচেতনতার মাধ্যমে সমাধান করতে। তবে এটা ঠিক হতে সময় লাগবে।’

জেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন জানান, রংপুর সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া আছে ৫ হাজার ২০০ গাড়ির। তবে শহরে মোট গাড়ি চলছে ৩০ হাজারের বেশি। এতে যানজটের এই সমস্যা সৃষ্টি হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

মূল ফটকের সামনে সড়ক দখল সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. গোলাম রাব্বানী বলেন, ‘এই বিষয়টা হাইওয়ে বিভাগের। তারা এই দিকে বিশেষ নজর দিলেই দ্রুত সমাধান হবে। এটা অনেক ঝুঁকির বিষয়। এই সড়ক দিয়ে আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলে। এখানে এমন যত্রতত্র ইজিবাইক স্ট্যান্ড না বসানোই উচিত বলে মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত