বেরোবি সংবাদদাতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মূল ফটকসংলগ্ন পার্কের মোড় এলাকায় মহাসড়ক দখল করে বসানো হয়েছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফলসহ নানা পণ্যের দোকান। এতে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এখান দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষেরা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের উভয় পাশে ১০ ফুট করে দখলে নিয়ে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। পার্কের মোড় এলাকায় দোকানগুলোর সামনে নেই গাড়ি পার্কিং সুবিধা। এ কারণে মোটরসাইকেল কিংবা গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে কেনাকাটা করেন ক্রেতারা। ফলে বিশেষ করে ক্যাম্পাস চালু অবস্থায় অটোরিকশা আর ইজিবাইকের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যত্রতত্র সড়ক দখল করে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড বসানোর কারণে মূলত এখানে যানজট হয়। আর রাস্তার পাশে ফুটপাত না থাকায়ও সমস্যা হচ্ছে।
পার্কের মোড় এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট আবু মুসা বলেন, ‘আসলে এটা অনেক বড় সমস্যা। আমরা চেষ্টা করছি পথচারী ও আটোচালকদের সচেতনতার মাধ্যমে সমাধান করতে। তবে এটা ঠিক হতে সময় লাগবে।’
জেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন জানান, রংপুর সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া আছে ৫ হাজার ২০০ গাড়ির। তবে শহরে মোট গাড়ি চলছে ৩০ হাজারের বেশি। এতে যানজটের এই সমস্যা সৃষ্টি হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
মূল ফটকের সামনে সড়ক দখল সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. গোলাম রাব্বানী বলেন, ‘এই বিষয়টা হাইওয়ে বিভাগের। তারা এই দিকে বিশেষ নজর দিলেই দ্রুত সমাধান হবে। এটা অনেক ঝুঁকির বিষয়। এই সড়ক দিয়ে আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলে। এখানে এমন যত্রতত্র ইজিবাইক স্ট্যান্ড না বসানোই উচিত বলে মনে করি।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মূল ফটকসংলগ্ন পার্কের মোড় এলাকায় মহাসড়ক দখল করে বসানো হয়েছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফলসহ নানা পণ্যের দোকান। এতে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এখান দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষেরা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের উভয় পাশে ১০ ফুট করে দখলে নিয়ে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। পার্কের মোড় এলাকায় দোকানগুলোর সামনে নেই গাড়ি পার্কিং সুবিধা। এ কারণে মোটরসাইকেল কিংবা গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে কেনাকাটা করেন ক্রেতারা। ফলে বিশেষ করে ক্যাম্পাস চালু অবস্থায় অটোরিকশা আর ইজিবাইকের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যত্রতত্র সড়ক দখল করে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড বসানোর কারণে মূলত এখানে যানজট হয়। আর রাস্তার পাশে ফুটপাত না থাকায়ও সমস্যা হচ্ছে।
পার্কের মোড় এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট আবু মুসা বলেন, ‘আসলে এটা অনেক বড় সমস্যা। আমরা চেষ্টা করছি পথচারী ও আটোচালকদের সচেতনতার মাধ্যমে সমাধান করতে। তবে এটা ঠিক হতে সময় লাগবে।’
জেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন জানান, রংপুর সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া আছে ৫ হাজার ২০০ গাড়ির। তবে শহরে মোট গাড়ি চলছে ৩০ হাজারের বেশি। এতে যানজটের এই সমস্যা সৃষ্টি হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
মূল ফটকের সামনে সড়ক দখল সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. গোলাম রাব্বানী বলেন, ‘এই বিষয়টা হাইওয়ে বিভাগের। তারা এই দিকে বিশেষ নজর দিলেই দ্রুত সমাধান হবে। এটা অনেক ঝুঁকির বিষয়। এই সড়ক দিয়ে আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলে। এখানে এমন যত্রতত্র ইজিবাইক স্ট্যান্ড না বসানোই উচিত বলে মনে করি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে