Ajker Patrika

গাংনীতে ধান মাড়াইকালে কাটল বৃদ্ধের হাত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪: ২৪
গাংনীতে ধান মাড়াইকালে কাটল বৃদ্ধের হাত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে আশরাফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির হাত কেটে মারাত্মক জখম হয়েছে। হপারের মধ্যে হাত চলে যাওয়ায় এ জখম হয় বলে জানা গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার করমদি বাগানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আশরাফুল ইসলাম করমদি গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম একজন দিনমজুর। ধান কেটে এনে হপারে দিয়ে মাড়াই করার সময় অসাবধানতাবশত হপারের মধ্যে হাত চলে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করমদি সন্ধানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার হাতের অবস্থা আশঙ্কাজনক দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান করে।

জানা যায়, দুর্ঘটনায় পড়লে স্থানীয়রা তাৎক্ষণিক কিছু টাকা তুলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন।

জানতে চাইলে করমদি সন্ধানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নুরে আলম বলেন, আশরাফুল ইসলামের হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত