Ajker Patrika

ফিফার কাছে নালিশ দেবে বাংলাদেশের ক্লাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০: ৫৫
ফিফার কাছে নালিশ দেবে বাংলাদেশের ক্লাব

ওডিশা এএফসি ম্যাচে ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে বসুন্ধরা কিংস ক্ষোভ ঝেড়েছে ম্যাচের পর। তাঁর এক সিদ্ধান্তে হৃদয় ভেঙেছে বসুন্ধরা কিংসের। টানা তৃতীয়বারের মতো এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে যেতে ব্যর্থ বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

গত পরশু ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বসুন্ধরা মিডফিল্ডার আসরোর গফুরভকে সরাসরি লাল কার্ড দেখান ভিয়েতনামি রেফারি। পরের ৪৫ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলা বসুন্ধরা ম্যাচ হেরে বসে ১-০ গোলে। ম্যাচে ১ পয়েন্ট পেলেই পরের পর্বে চলে যেত বসুন্ধরা। পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে রেফারির বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন, ‘ফুটবলের স্বার্থে এএফসির উচিত বাংলাদেশের দলের সঙ্গে রেফারি কেন এমন করেছে, সেটার তদন্ত করা। হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাঁকে সরাসরি নির্দেশ দিয়েছে।’ 

রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ গড়িয়েছে অনেক দূর। লাল কার্ড নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এএফসি কাপের ফেসবুক পেজে অন্য সব ম্যাচের হাইলাইটস থাকলেও বসুন্ধরা-ওডিশা ম্যাচের হাইলাইটস সরিয়ে নেওয়া হয়েছে। ইউটিউবে ম্যাচের হাইলাইটস থাকলেও নেই গফুরভের লাল কার্ড দেখানোর দৃশ্য। বসুন্ধরাকে নিয়ে এএফসি কতটা নিরপেক্ষ অবস্থান নিল, সেটি নিয়েও উঠছে প্রশ্ন। রেফারিং নিয়ে নিজেদের অসন্তোষের কথা এএফসির কানে তুলতে চায় বসুন্ধরা। একই সঙ্গে ফিফাকেও বিষয়টি জানিয়ে রাখতে চাইছে বাংলাদেশের ক্লাবটি। বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বললেন, ‘দল ফিরলে পুরো টুর্নামেন্ট পর্যালোচনা করে আমরা এএফসিকে চিঠি দেব। ফিফার দৃষ্টি আকর্ষণ নিয়েও আমরা ভাবছি। দক্ষিণ এশিয়ার অঞ্চলে ফুটবলে ঘটনাপ্রবাহ ফিফাকে অবগত করা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত