নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবির পর বাংলাদেশের দৃষ্টি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরু হতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্যে বারবার চলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দলগুলোর কোচ কিংবা বিসিবির কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসছে জাতীয় দল। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে ১ মার্চ পর্যন্ত চলা বিপিএল খেলোয়াড়দের প্রস্তুতির গুরুত্বপূর্ণ এক মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু টুর্নামেন্টে আশাবাদী হওয়ার মতো তেমন কোনো পারফরম্যান্স এখনো দেখা যায়নি জাতীয় দলের নিয়মিত মুখদের কাছ থেকে। টপ অর্ডারের ব্যাটাররা রান পাচ্ছেন না ঠিকঠাক। বিশ্বকাপ পরিকল্পনায় টিম ম্যানেজমেন্টে যাঁদের নাম বেশি উচ্চারিত হয়, সেই নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন দাসরা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছেন। গতকাল লিটন ফেসবুকে নিজেও স্বীকার করেছেন তাঁর খারাপ সময় যাচ্ছে। নিজের পেজে লিখেছেন, ‘ব্যর্থতাকে মাইলফলকে রূপ দিতে চাই।’
অন্যদিকে ব্যাট হাতে আলো ছড়িয়ে নতুন করে প্রমাণ করছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাইম শেখের মতো ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারও টপ অর্ডার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আর দুশ্চিন্তার সংক্রমণ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টপ অর্ডার ব্যাটাররা। সেটা অব্যাহত থাকছে বিপিএলেও। সৌম্য ৫ ম্যাচ করেছেন ৯৭ রান, রনি ৪ ম্যাচে ৩৭, ৪ ম্যাচে লিটনের ৩৪ আর শান্তর ৫ ম্যাচে ৬৯ রান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলটাই বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ গত বছরও ছিলেন না টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে। যাঁরা বিশ্বকাপের ফিনিশার হিসেবে আলোচনায় থাকেন—শামীম হোসেন, নুরুল হাসানরা, শেখ মেহেদী কিংবা মোসাদ্দেক হোসেনদের ছাড়িয়ে উজ্জ্বল সেই মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়া নিয়ে আবারও শুরু হয়েছে নতুন করে আলোচনা। আগামী পাঁচ মাসে ঘটনাপ্রবাহ কোন দিকে যায়, কে জানে! তবে এখনই মাহমুদউল্লাহকে ‘অটোমেটিক চয়েস’ হিসেবে ঘোষণা করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচে ১০৪ রানের পাশাপাশি নজরকাড়া স্ট্রাইকরেট (১৬৫.০৭) মাহমুদউল্লাহর। এই অলরাউন্ডারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গত পরশু মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অটোমেটিক টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ঢুকে গেছে। ফলে সে সুযোগ পাবে কি পাবে না এই প্রশ্নটা উঠছে না।’
আরেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহকে। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে তাঁর দল দুর্দান্ত ঢাকা। টানা ৫ ম্যাচে হারা সিলেটের মতো ৪ ম্যাচ খেলে ঢাকাও এরই মধ্যে তিনটি হার দেখেছে। কিন্তু সেসব চিন্তার ছাপ নেই সুজনের মন্তব্যে। গতকাল সাংবাদিকদের তিনি বললেন, ‘মাহমুদউল্লাহ যেভাবে শেষ ম্যাচে ব্যাটিং করেছে, এটা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক, তরুণদের জন্যও। এভাবে ফ্রি ব্যাটিং করা দারুণ। অবশ্যই মাহমুদউল্লাহ অটোমেটিক চয়েস হতে পারে বিশ্বকাপের দলে। সেভাবেই চিন্তা করতে হবে। আমরা স্থানীয়দের অনেকের পারফরম্যান্স দেখেছি—জুনিয়র তামিম, দিপু কয়েকটা ম্যাচে ভালো করেছে। নাঈমও দুটো ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে।’
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর আবারও টপ অর্ডার ব্যাটারদের ছন্দ হারানো চিন্তার কিছু মনে করছেন না সুজন। তিনি বললেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সবাই ক্লাস প্লেয়ার। রানে ফেরাটা খুব জরুরি। আশা করি লিটন, সৌম্য, শান্ত যারা আছে সবাই ভালো কিছু করবে সামনে।’
ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবির পর বাংলাদেশের দৃষ্টি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরু হতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্যে বারবার চলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দলগুলোর কোচ কিংবা বিসিবির কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসছে জাতীয় দল। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে ১ মার্চ পর্যন্ত চলা বিপিএল খেলোয়াড়দের প্রস্তুতির গুরুত্বপূর্ণ এক মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু টুর্নামেন্টে আশাবাদী হওয়ার মতো তেমন কোনো পারফরম্যান্স এখনো দেখা যায়নি জাতীয় দলের নিয়মিত মুখদের কাছ থেকে। টপ অর্ডারের ব্যাটাররা রান পাচ্ছেন না ঠিকঠাক। বিশ্বকাপ পরিকল্পনায় টিম ম্যানেজমেন্টে যাঁদের নাম বেশি উচ্চারিত হয়, সেই নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন দাসরা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছেন। গতকাল লিটন ফেসবুকে নিজেও স্বীকার করেছেন তাঁর খারাপ সময় যাচ্ছে। নিজের পেজে লিখেছেন, ‘ব্যর্থতাকে মাইলফলকে রূপ দিতে চাই।’
অন্যদিকে ব্যাট হাতে আলো ছড়িয়ে নতুন করে প্রমাণ করছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাইম শেখের মতো ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারও টপ অর্ডার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আর দুশ্চিন্তার সংক্রমণ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টপ অর্ডার ব্যাটাররা। সেটা অব্যাহত থাকছে বিপিএলেও। সৌম্য ৫ ম্যাচ করেছেন ৯৭ রান, রনি ৪ ম্যাচে ৩৭, ৪ ম্যাচে লিটনের ৩৪ আর শান্তর ৫ ম্যাচে ৬৯ রান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলটাই বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ গত বছরও ছিলেন না টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে। যাঁরা বিশ্বকাপের ফিনিশার হিসেবে আলোচনায় থাকেন—শামীম হোসেন, নুরুল হাসানরা, শেখ মেহেদী কিংবা মোসাদ্দেক হোসেনদের ছাড়িয়ে উজ্জ্বল সেই মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়া নিয়ে আবারও শুরু হয়েছে নতুন করে আলোচনা। আগামী পাঁচ মাসে ঘটনাপ্রবাহ কোন দিকে যায়, কে জানে! তবে এখনই মাহমুদউল্লাহকে ‘অটোমেটিক চয়েস’ হিসেবে ঘোষণা করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচে ১০৪ রানের পাশাপাশি নজরকাড়া স্ট্রাইকরেট (১৬৫.০৭) মাহমুদউল্লাহর। এই অলরাউন্ডারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গত পরশু মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অটোমেটিক টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ঢুকে গেছে। ফলে সে সুযোগ পাবে কি পাবে না এই প্রশ্নটা উঠছে না।’
আরেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহকে। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে তাঁর দল দুর্দান্ত ঢাকা। টানা ৫ ম্যাচে হারা সিলেটের মতো ৪ ম্যাচ খেলে ঢাকাও এরই মধ্যে তিনটি হার দেখেছে। কিন্তু সেসব চিন্তার ছাপ নেই সুজনের মন্তব্যে। গতকাল সাংবাদিকদের তিনি বললেন, ‘মাহমুদউল্লাহ যেভাবে শেষ ম্যাচে ব্যাটিং করেছে, এটা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক, তরুণদের জন্যও। এভাবে ফ্রি ব্যাটিং করা দারুণ। অবশ্যই মাহমুদউল্লাহ অটোমেটিক চয়েস হতে পারে বিশ্বকাপের দলে। সেভাবেই চিন্তা করতে হবে। আমরা স্থানীয়দের অনেকের পারফরম্যান্স দেখেছি—জুনিয়র তামিম, দিপু কয়েকটা ম্যাচে ভালো করেছে। নাঈমও দুটো ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে।’
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর আবারও টপ অর্ডার ব্যাটারদের ছন্দ হারানো চিন্তার কিছু মনে করছেন না সুজন। তিনি বললেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সবাই ক্লাস প্লেয়ার। রানে ফেরাটা খুব জরুরি। আশা করি লিটন, সৌম্য, শান্ত যারা আছে সবাই ভালো কিছু করবে সামনে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪