Ajker Patrika

সেই সেতুর সংযোগ সড়কের কাজ শুরু

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ১৮
সেই সেতুর সংযোগ সড়কের কাজ শুরু

আগৈলঝাড়ায় একটি সেতুর সংযোগ সড়ক তৈরি না করায় মানুষের দুর্ভােগের খবর পত্রিকায় প্রকাশের পর টনক নড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাঁরা সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। ঠিকাদার প্রতিষ্ঠান গত সোমবার বিকেল থেকেই সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করে।

জানা গেছে, এলজিইডির অর্থায়নে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের শংকর খালের ওপর শরীফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ করে। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সেতুতে ওঠার সংযোগ সড়ক নির্মাণ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। যে কারণে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষকে ঝুঁকি নিয়ে মই দিয়ে সেতু পার হতে হচ্ছে। এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি ‘মই বেয়ে উঠে সেতু পার’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

এরপর বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন শরীফ ঘটনাস্থল পরিদর্শন করে, ঠিকাদারকে সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

ঠিকাদার প্রতিষ্ঠান সোমবার বিকেল থেকে সেতুর দুই পাশে ভেকু দিয়ে মাটির কাজ শুরু করেন। ঠিকাদার ফয়েজ শরীফ বলেন, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করা হবে।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন শরীফ সেতুর স্থান পরিদর্শন করে ঠিকাদারকে সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত