বুস্টার ডোজ দেওয়া শুরু হলো চট্টগ্রামেও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০৫: ২১
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৯

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষাটোর্ধ্ব বয়সীদের টিকা দেওয়ার মধ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। প্রথম দিন উপজেলায় ১৬০ জনকে এই টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

গতকাল মঙ্গলবার সকালে ১০টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলে দুপুর পর্যন্ত। বুস্টার ডোজের জন্য মেসেজ পাওয়া ব্যক্তিদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে।

ডা. ইলিয়াছ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজ (গতকাল) পটিয়া উপজেলায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়ার মধ্যদিয়ে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে টিকা পাওয়ার ওপর নির্ভর করে জেলার বিভিন্ন উপজেলায় বুস্টার ডোজ দেওয়া হবে। কারণ বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়েছিল। ওইসব কেন্দ্রে ওই ধরনের টিকা না পাওয়া পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া যাবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত