Ajker Patrika

রামগঞ্জে আগুনে পুড়ল বসতঘর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ০৮
রামগঞ্জে আগুনে পুড়ল বসতঘর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামগঞ্জ পৌর আঙ্গারপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। এ সময় ইউএনও তাপ্তি চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন ও ২ মাসের খাবার ক্ষতিগ্রস্ত বাবুল মিয়ার হাতে তুলে দেন।

আগুনে ক্ষতিগ্রস্ত বাবুল মিয়া বলেন, গত বুধবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সড়ক খারাপ হওয়াতে ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে যায়।

রামগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে শেষ চেষ্টা করি। এতে আশপাশের অন্য বসতঘরগুলো রক্ষা পেলেও বাবুল মিয়ার বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুতের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত