সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুরে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ৪০

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগসহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–

১. মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কবে উদ্বোধন করা হবে?
    উত্তর: অক্টোবর ২০২৩। 
 
২. ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
    উত্তর: টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
 
৩. দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার কে?
     উত্তর: মোছা. আছিয়া খাতুন। 
 
৪. ৩৯৯ ফুট উচ্চতার মিনারসহ ২৬১ গম্বুজের দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কোথায়? 
    উত্তর: টাঙ্গাইল জেলার ঘাটাইলে। 
 
৫. ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্বের করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয় কত টাকা? 
     উত্তর: ৪ লাখ টাকা। 
 
৬. বর্তমানে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বয়স্ক ভাতার পরিমাণ কত?
     উত্তর: ৬০০ টাকা। 
 
৭. পাটুরিয়া-গোয়ালন্দ রুটে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 
    উত্তর: ৫.৫০ কিলোমিটার। 
 
৮. ফুল থেকে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে ৫টি উন্নত কলার জাতের উদ্ভাবন করেন কে? 
     উত্তর: অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
 
৯. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা—
     উত্তর: গাজীপুর।
 
১০. তামাক উৎপাদনে শীর্ষ জেলার নাম কী?
      উত্তর: কুষ্টিয়া। 
 
১১. দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানার নাম কী?
      উত্তর: বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড (মিরসরাই চট্টগ্রাম)। 
 
১২. দেশে বর্তমানে (১ মার্চ, ২০২৩ পর্যন্ত) মোট ভোটার কত?
      উত্তর: ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। 
 
১৩. ‘নিরাপত্তাজনিত হুমকি’র কথা বলে সম্প্রতি ভারত ভিসা দেওয়া বন্ধ করেছে কোন দেশীয়দের? 
       উত্তর: কানাডীয়দের।  
 
১৪. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
      উত্তর: অষ্টম। 
 
১৫. বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ ভারতের মোট জনসংখ্যা কত?
      উত্তর: ১৪৩ কোটি।
 
১৬. সাক্ষরতার হারে শীর্ষ জেলা—
       উত্তর: পিরোজপুর। 
 
১৭. সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা—
      উত্তর: জামালপুর। 
 
১৮. সাকিব আল হাসানের প্রথম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী? 
      উত্তর: অমলিন থাকুক প্রতিটি হাসি।
 
১৯. প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হন কে? 
      উত্তর: মাশরাফি বিন মোর্ত্তজা। 
 
২০. যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের দাবি অনুযায়ী, পারমাণবিক কর্মকাণ্ড বেড়েছে শক্তিধর কোন তিনটি দেশে? 
      উত্তর: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। 
 
২১. শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে বিশ্বের কোন দেশে? 
      উত্তর: জার্মানি। 
 
২২. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কোন দিবস হিসেবে উদ্‌যাপন করেন যুব কংগ্রেস পার্টির সদস্যরা? 
      উত্তর: ‘জাতীয় বেকারত্ব দিবস’। 
 
২৩. ইউক্রেনকে আর কোনো অস্ত্র দেবে না বলে ঘোষণা দিয়েছে কোন দেশ? 
       উত্তর: ইউক্রেনের অন্যতম মিত্র দেশ পোল্যান্ড।
 
২৪. মোবাইলের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের কত শতাংশ? 
       উত্তর: ৯৬ শতাংশ।
 
গ্রন্থনা: লুৎফা বেগম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত