Ajker Patrika

করোনার টিকা দেওয়ায় প্রথম সারিতে মাগুরা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৬
করোনার টিকা দেওয়ায় প্রথম সারিতে মাগুরা

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সরকারের উন্নয়ন, অগ্রগতিসহ নানা বিষয়ে মতবিনিময় সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

উন্নয়নের পাশাপাশি চলমান করোনা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবার কথা তুলে ধরেন সিভিল সাজন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান। করোনা টিকার আওতায় মাগুরা জেলা এখন জনসংখ্যার দিক থেকে সারা দেশে প্রথম পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, মাগুরায় বর্তমান জনসংখ্যা ১১ লাখের একটু বেশি। ১২ বছর বয়সীদের থেকে টিকা দেওয়া শুরু হয়েছে চলতি মাস থেকে। তাই সেই বিবেচনায় মাগুরায় এখন টিকা নিয়েছে প্রায় অর্ধেক। যা সারা দেশে টিকা দেওয়ার হিসেবে মাগুরা জেলা প্রথম সারিতে আছে।

ওমিক্রনে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক আছে জানিয়ে তিনি বলেন, মাগুরাতে এখন প্রচুর মানুষ মাস্ক পড়েন। এ জন্য পরিবেশ মোটামুটি ভালো আছে। তাই নতুন এই ভাইরাসরে উপসর্গ মাগুরায় আমরা পাইনি। তবে আমরা বিচলিত নয়।

স্বাগত বক্তব্য জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপন করছে দেশ। মাগুরার বিভিন্ন সেক্টরে ও উন্নয়ন অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত