শিপুল ইসলাম, রংপুর
কারও কাঁধে ব্যাগ, কারও হাতে বোর্ড এবং কারও হাতে খাতা। সবার লক্ষ্য ক্লাস। তবে বিদ্যালয় ও কলেজের প্রধান ফটকের কাছে গেলেই সবাইকে নাকেমুখে কাপড় গুঁজতে হয়। ময়লার দুর্গন্ধ এতটাই উৎকট যে শিক্ষার্থীরা কখনো কখনো বমি করে দেয়।
এমন চিত্র রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের প্রধান ফটকের সামনের। এই ফটক পার হয়ে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায় এই ভোগান্তি পেরিয়ে।
রংপুর-দিনাজপুর মহাসড়কের গা ঘেঁষে তারাগঞ্জ সদরে পাশাপাশি তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজ, তারাগঞ্জ শিশু নিকেতন এবং তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের অবস্থান। প্রতিষ্ঠান তিনটিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী রয়েছে। মহাসড়কের পাশে প্রতিষ্ঠান তিনটিতে প্রবেশের জন্য একটি ফটক নির্মাণ করা হয়েছে। কিন্তু এই ফটকের সামনে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা ফেলেন ময়লা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, ফটকের প্রবেশদ্বারে দীর্ঘদিন ময়লা-আবর্জনা পড়ে ভাগাড়ে পরিণত হয়েছে। সেগুলোর প্রকট দুর্গন্ধ চারদিকে ছড়াচ্ছে। শিক্ষার্থীরা নাক-মুখ চেপে ক্লাসের দিকে যাচ্ছে। আশপাশের ব্যবসায়ীরাও নাকেমুখে কাপড় চেপে ব্যবসা করছেন।
নাক-মুখ চেপে কলেজে যাওয়ার সময় কথা হয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে থাকা ময়লার দুর্গন্ধে বমি আসে। নাকেমুখে কাপড় চেপে হাঁটতে হয়। দীর্ঘদিন এখানে ময়লাগুলো পচে দুর্গন্ধ ছড়ালেও কেউ সরানো উদ্যোগ নিচ্ছেন না।’
তারাগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী প্রতীক দত্ত বলেন, ‘ভাই, কইলে স্যাররা শোনে না, দোকানিরা বুঝে না। সবাই নিজের মতো করি চলে। খালি দুর্গন্ধে হামরাই ভোগাওছি। ভালো করি লেখি দেন তো সরকারি লোক যেন ময়লাগুলা পরিষ্কার করে।’
তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কের সঙ্গেই আমাদের এই প্রতিষ্ঠান। আশপাশের দোকানের ময়লা-আবর্জনার ভাগাড়ের পরিণত করেছে। এ ময়লার দুর্গন্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছে না। দুর্গন্ধের জন্য অনেক শিক্ষার্থী অসুস্থ হচ্ছে। আমরাও অফিসে ভালোভাবে থাকতে পারছি না। বিষয়টি ইউএনও মহোদয় বেশ কয়েকবার অবগত করেছি। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল বলেন, ‘মানুষের সচেতনতার অভাব রয়েছে। এখানে ময়লা-আবর্জনা তো একদিনে উড়ে আসেনি। জেনেশুনে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লা ফেলে স্তূপ করা হয়েছে। যার দুর্গন্ধ আমাদের সহ্য করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদের উচিত ফটকের সামনের রাস্তার পাশের ময়লাগুলো সরিয়ে নেওয়া।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘বিষয়টি জানলাম। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে দ্রুত পরিকল্পনা করে ময়লা অপসরণের ব্যবস্থা করব। পাশাপাশি যাতে ওই স্থানে আর ময়লা না ফেলা হয়, সে জন্য আশপাশের লোকজনকে সচেতন করা হবে।’
কারও কাঁধে ব্যাগ, কারও হাতে বোর্ড এবং কারও হাতে খাতা। সবার লক্ষ্য ক্লাস। তবে বিদ্যালয় ও কলেজের প্রধান ফটকের কাছে গেলেই সবাইকে নাকেমুখে কাপড় গুঁজতে হয়। ময়লার দুর্গন্ধ এতটাই উৎকট যে শিক্ষার্থীরা কখনো কখনো বমি করে দেয়।
এমন চিত্র রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের প্রধান ফটকের সামনের। এই ফটক পার হয়ে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায় এই ভোগান্তি পেরিয়ে।
রংপুর-দিনাজপুর মহাসড়কের গা ঘেঁষে তারাগঞ্জ সদরে পাশাপাশি তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজ, তারাগঞ্জ শিশু নিকেতন এবং তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের অবস্থান। প্রতিষ্ঠান তিনটিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী রয়েছে। মহাসড়কের পাশে প্রতিষ্ঠান তিনটিতে প্রবেশের জন্য একটি ফটক নির্মাণ করা হয়েছে। কিন্তু এই ফটকের সামনে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা ফেলেন ময়লা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, ফটকের প্রবেশদ্বারে দীর্ঘদিন ময়লা-আবর্জনা পড়ে ভাগাড়ে পরিণত হয়েছে। সেগুলোর প্রকট দুর্গন্ধ চারদিকে ছড়াচ্ছে। শিক্ষার্থীরা নাক-মুখ চেপে ক্লাসের দিকে যাচ্ছে। আশপাশের ব্যবসায়ীরাও নাকেমুখে কাপড় চেপে ব্যবসা করছেন।
নাক-মুখ চেপে কলেজে যাওয়ার সময় কথা হয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে থাকা ময়লার দুর্গন্ধে বমি আসে। নাকেমুখে কাপড় চেপে হাঁটতে হয়। দীর্ঘদিন এখানে ময়লাগুলো পচে দুর্গন্ধ ছড়ালেও কেউ সরানো উদ্যোগ নিচ্ছেন না।’
তারাগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী প্রতীক দত্ত বলেন, ‘ভাই, কইলে স্যাররা শোনে না, দোকানিরা বুঝে না। সবাই নিজের মতো করি চলে। খালি দুর্গন্ধে হামরাই ভোগাওছি। ভালো করি লেখি দেন তো সরকারি লোক যেন ময়লাগুলা পরিষ্কার করে।’
তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কের সঙ্গেই আমাদের এই প্রতিষ্ঠান। আশপাশের দোকানের ময়লা-আবর্জনার ভাগাড়ের পরিণত করেছে। এ ময়লার দুর্গন্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছে না। দুর্গন্ধের জন্য অনেক শিক্ষার্থী অসুস্থ হচ্ছে। আমরাও অফিসে ভালোভাবে থাকতে পারছি না। বিষয়টি ইউএনও মহোদয় বেশ কয়েকবার অবগত করেছি। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল বলেন, ‘মানুষের সচেতনতার অভাব রয়েছে। এখানে ময়লা-আবর্জনা তো একদিনে উড়ে আসেনি। জেনেশুনে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লা ফেলে স্তূপ করা হয়েছে। যার দুর্গন্ধ আমাদের সহ্য করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদের উচিত ফটকের সামনের রাস্তার পাশের ময়লাগুলো সরিয়ে নেওয়া।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘বিষয়টি জানলাম। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে দ্রুত পরিকল্পনা করে ময়লা অপসরণের ব্যবস্থা করব। পাশাপাশি যাতে ওই স্থানে আর ময়লা না ফেলা হয়, সে জন্য আশপাশের লোকজনকে সচেতন করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে