Ajker Patrika

পর্দায় আসছেন বুবুজান মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পর্দায় আসছেন বুবুজান মাহি

মাহিয়া মাহি এখন রাজনীতির মাঠে ব্যস্ত। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার জন্য ভোট চেয়ে জনসংযোগ করছেন তিনি। এর মধ্যেই জানা গেল, আগামী ১৭ ফেব্রুয়ারি হলে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘বুবুজান’। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে সিনেমাটি বানিয়েছেন শামীম আহমেদ রনি। প্রযোজনায় শাপলা মিডিয়া।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহি, তাঁর ভাইয়ের চরিত্রে আছেন শান্ত খান আর প্রথমবারের মতো শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

নতুন সিনেমা নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন নিয়ে ব্যস্ত। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকব। ১৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ায় আমার জন্য সুবিধা হলো। সিনেমার প্রচার নিয়ে কী পরিকল্পনা হয়েছে তা এখনো জানি না। পরিকল্পনা যাই হোক, ১ তারিখের পর আমি তাঁদের সঙ্গে জয়েন করব।’

সিনেমার গল্প ও সহশিল্পীদের সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন, ‘গল্পটা খুব সুন্দর। শান্ত খান সিনেমায় নতুন হলেও তাঁর মধ্যে ভালো কাজ করার ইচ্ছাশক্তি প্রবল। খুব ভালো অভিনয় করেছে। আর নির্মাতা শামীম আহমেদ রনির কাজের প্রশংসা করে শেষ করতে পারব না। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে।’

‘বুবুজান’ নিয়ে শান্ত খান বলেন, ‘অনেক দিন হলো সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। সামনেই রোজা, তাই আগামী মাসেই মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। মাহি আপুকে নিয়েই আমরা সিনেমার প্রচারণায় নামব আশা করি।’

সিনেমায় নিজের চরিত্র নিয়ে শান্ত খান বলেন, ‘আমি মাহি আপুর ভাই চরিত্রে অভিনয় করেছি। যে কিনা বোনের জন্য সবকিছু করতে পারে। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী এক সিনেমা এটি। আমার একটি লুক আগেই প্রকাশ পেয়েছে, যা সবাই ইতিবাচকভাবে নিয়েছে। এটুকু বলতে পারি, দারুণ জমজমাট একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।’

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘গল্প হচ্ছে এ সিনেমার প্রাণ। সবাই যাঁর যাঁর জায়গা থেকে ভালো করেছেন। সিনেমায় নতুন এক মাহিকেই দেখতে পাবে দর্শক। দর্শকদের আহ্বান জানাচ্ছি, হলে এসে সিনেমাটি দেখুন। আপনারা পাশে থাকলেই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।’

গত বছর মাহিয়া মাহি অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে কোনো সিনেমাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। নতুন বছরের নতুন সিনেমাটি মাহির সেই খরা কাটাবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত