Ajker Patrika

ভাঙনে নিঃস্ব মানুষের হাহাকার

কুড়িগ্রাম, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি
ভাঙনে নিঃস্ব মানুষের হাহাকার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী ও ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদ-নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা।

অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার দুই উপজেলায় মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকার মানুষ।

গতকাল দুপুরে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মেলেটারির চরের ভাঙনকবলিত এলাকায় মানববন্ধন হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব মানববন্ধনে আসা বড়ভিটা ইউনিয়নের আলতাফ হোসেন বলেন, ‘এক মাস ধরে ধরলার ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

ভাঙনে আমার বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বড়ভিটা ইউনিয়নের মহির উদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, ‘নদীর ভাঙনে আমি কয়েকবার আমার বসতভিটা হারিয়েছি। এবারের ভাঙনেও বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এখন আর আমার বসতি গড়ে তোলার কোনো জমিজমা নেই। পরিবার নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না।’

বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াস হোসেন বলেন, প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ধরলার ভাঙন দেখা দিয়েছে। এই অঞ্চলের ৪০টির বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙনের আতঙ্কে আছে। আমন ধানের খেত, ভুট্টা, কলাখেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এভাবে চলতে থাকলে গোটা মেলেটারির চর অচিরেই নদীতে বিলীন হয়ে যাবে।

বড়ভিটা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, ‘বড়ভিটা ইউনিয়নের ধরলা তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধরলার ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’

এদিকে একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধ ও তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের চর বটতলা দুধকুমার নদের পূর্ব পাড়ে ভাঙনে ঘরবাড়ি বিলীন হওয়ায় প্রতিরোধে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা। এতে নারীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন তিলাই ইউপির সদস্য রইচ উদ্দিন, স্থানীয় আব্দুল গফুর, জামাল উদ্দিনসহ অন্যরা।

বক্তব্যে স্থানীয়রা অভিযোগ করেন, দুধকুমারের ভাঙনে শত শত বাড়িঘর ও ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা নদের গর্ভে চলেও গেলেও ভাঙন রোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিলাই ইউনিয়নে দুধকুমার নদের ভাঙন রোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় ভাঙন রোধের কোনো প্রকল্প নেই। প্রকল্প বাস্তবায়নের পর কাজ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত