Ajker Patrika

দুটিতে আ.লীগ, দুটিতে স্বতন্ত্র

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ৩৬
দুটিতে আ.লীগ, দুটিতে স্বতন্ত্র

বগুড়ার চার উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী ও অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র দুজনই স্থানীয় বিএনপি নেতা। গত বুধবার ইভিএমে এ চার ইউপি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলমগীর রহমান আলম, নন্দীগ্রাম উপজেলার বুড়ইলে বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান, কাহালু উপজেলার দুর্গাপুরে স্থানীয় বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী শাহ মাসুদ হাসান ও সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তাজুল ইসলাম ভূঁইয়া।

সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম ৪ হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুর রহমান বাবুল পেয়েছেন ৪ হাজার ১৭১ ভোট। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে ভোট পিছিয়েছিল।

দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ মাসুদ হাসান ৬ হাজার ৩২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদরুজ্জামান খান পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট। দুটি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় সাবেক চেয়ারম্যানের মামলার পরিপ্রেক্ষিতে ভোট স্থগিত ছিল এই ইউনিয়নে।

বুড়ইল ইউপিতে ১১ হাজার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক চশমা প্রতীকে ৬ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। এই ইউনিয়ন বিভক্তির প্রক্রিয়া চলমান থাকায় এই ভোট গ্রহণ স্থগিত ছিল।

চালুয়াবাড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী তাজুল ইসলাম ভূঁইয়া ৩ হাজার ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শওকত আলী ২ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। নদীভাঙনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এই ইউনিয়নে ভোট স্থগিত ছিল।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, চার ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত