Ajker Patrika

ঘরে বসেই মিলছে কৃষিসেবা

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫: ০০
ঘরে বসেই মিলছে কৃষিসেবা

খুলনা বিভাগের মধ্যে একমাত্র অত্যাধুনিক কৃষকসেবা কেন্দ্রটি ডুমুরিয়ার চুকনগরে অবস্থিত। ২০২০ সালে এ সেবা কেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন হয়। সেই থেকে এ অঞ্চলের কৃষকেরা ঘরে বসেই কৃষিসেবা পাচ্ছেন।

প্রায় দুই কোটি টাকা ব্যয় করে তিনতলা ভবনবিশিষ্ট এ সেবা কেন্দ্রটি নির্মাণ করা হয়। এতে এলাকার হাজার হাজার কৃষক ঘরে বসে কৃষি সেবা পাচ্ছেন। এটি চুকনগর শহরের আটলিয়া ইউনিয়ন পরিষদের পেছনে ও ঐতিহ্যবাহী রয়্যাল স্পোর্টিং মাঠের কাছে এর অবস্থান।

জানা যায়, ইউনিয়ন পর্যায়ে কৃষক সেবা কেন্দ্র স্থাপন ও প্রযুক্তি সম্প্রসারণ পাইলট প্রকল্পের আওতাধীন বাস্তবায়নকারী সংস্থা এলজিইডির সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে। প্রায় এক বছর ধরে মেসার্স জিয়াউল ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষি গবেষণা কেন্দ্রটির নির্মাণকাজ করেন। এটি ডুমুরিয়ায় নির্মিত হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা কৃষিভিত্তিক সব ধরনের সেবা পাচ্ছেন।

কৃষকদের প্রশিক্ষণের জন্য এখানে একটি ট্রেনিং সেন্টারও খোলা হয়েছে। এ ট্রেনিং সেন্টারে কৃষকদের ফ্রি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে কৃষি ফসল পোকা মাকড়ে আক্রান্ত হলে তৎক্ষণাৎ এ কেন্দ্র থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিনে মাঠে গিয়ে বিনা খরচে সব ধরনের পরামর্শ দিচ্ছেন। মাটি উর্বরতা বা মাটির মান নিয়ে কোন সমস্যা হলে এখানে পরীক্ষামূলকভাবে তার সঠিক সমাধান দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, বহু প্রতীক্ষার পর ডুমুরিয়ার চুকনগরে কৃষি গবেষণা কেন্দ্র নির্মিত হওয়ায় এ অঞ্চলের কৃষকদের সব ধরনের দুর্ভোগ লাঘব হয়েছে এবং মাঠে বসেই কৃষকেরা সব ধরনের সেবা পাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, উপজেলার কৃষকদের সব ধরনের কৃষিমূলক সেবা কৃষি গবেষণা কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত