Ajker Patrika

রাস্তা নেই, কালভার্ট দখল

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
রাস্তা নেই, কালভার্ট দখল

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা থেকে ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় যাওয়ার সরকারি রাস্তা নেই। মানুষের হাঁটা পথে দুই যুগ আগে তৈরি কালভার্টের ওপর বসতি স্থাপন করায় দুর্ভোগে পড়েছে এলাকার প্রায় অর্ধশত পরিবার। ব্যক্তিমালিকানা জায়গা হওয়ার সুবাদে রাস্তা সরু করে ফেলায় এই ভোগান্তি তৈরি হয়েছে।

এতে জায়গার মালিক মোস্তফা কামালের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি, কালভার্ট ছেড়ে দেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগে রাস্তা তৈরি করা হোক।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদর থেকে ইসলামপুর এলাকার দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এর মধ্যে ১০ নম্বর ইসলামপুর এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা ইটের সোলিং আছে। এরপর সরকারি কোনো রাস্তা নেই। তবে মানুষ চলাচলের কারণে দুই ফুটের মতো সরু রাস্তা তৈরি হয়েছে। এলাকাবাসীর সুবিধার জন্য এক যুগের বেশি আগে রাস্তার ১০ নম্বর ইসলামপুর এলাকায় কালভার্ট তৈরি করেন তৎকালীন ভারপ্রাপ্ত পৌর মেয়র। তবে এখনো কোনো রাস্তা তৈরি হয়নি।

সরেজমিনে দেখা যায়, মোস্তফা কামালের ঘরের পাশে দিয়ে গেছে উঁচু-নিচু ও সরু একটা রাস্তা। ঘরের পেছনেই ১৫ ফুট চড়া একটি কালভার্ট রয়েছে। সম্প্রতি এর অনেকটা অংশজুড়ে বাড়ি তৈরি করছেন তিনি। এতে রাস্তা সরু হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

এলাকাবাসী মন্জুর আলম, সাফিয়া বেগম ও কমলা বেগম জানান, রাস্তা না থাকায় সন্তানদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হয়। আগে গাড়ি চলাচলের রাস্তা থাকলেও এখন মানুষ চলাচল করতেই হিমশিম খেতে হচ্ছে। কেউ মারা গেলে লাশ নিয়ে বের হওয়া সম্ভব হবে না। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধির কাছে দ্রুত যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জায়গার মালিক মোস্তফা কামাল বলেন, ছয় বছর আগে জায়গাটি ক্রয় করার সময় সেখানে কোনো রাস্তা দেখেননি। জঙ্গল পরিষ্কার করে ঘর তৈরি করেছেন। সেখানে যেহেতু কালভার্ট রয়েছে, চাইলে বাড়ির পাশ দিয়ে বিকল্প রাস্তা করে দেবেন বলে জানান তিনি।

স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ওই এলাকায় বেশির ভাগ জায়গা মালিকানাধীন। বর্তমানে চলাচলের জন্য ২ ফুট চড়া রাস্তা আছে, কিন্তু সরকারি বরাদ্দে কালভার্ট অনুযায়ী রাস্তা করতে হলে কমপক্ষে ১০ ফুট চড়া জায়গা প্রয়োজন। মোস্তফা কামালসহ যদি এলাকাবাসী জায়গা দিতে সম্মতি দেন তাহলে একটি সম্পূর্ণ রাস্তা তৈরি করা সম্ভব।

তৎকালীন ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. বাদশা মিয়া জানান, ২০০৭ সালে সেখানে বসতি না থাকলেও মানুষের জমি ও বাগানে যাতায়াতের সুবিধার্থে কালভার্টটি তৈরি করা হয়। পরে রাস্তাটির অর্ধেক সংস্কার করা হলেও কালভার্ট পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি।

বর্তমান পৌরসভার মেয়র মো. শামসুল হক বলেন, ‘নিজের সুবিধার্থে সেখানে কালভার্ট করেছেন তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র। সেখানে তেমন জনবসতি ছিল না। তবে বর্তমানে বসতি বৃদ্ধি পাওয়ায় মোস্তফা কামালসহ যদি এলাকাবাসী জায়গা দিতে সম্মতি দেন, তাহলে একটি সম্পূর্ণ রাস্তা তৈরি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত