Ajker Patrika

বসতঘরে আগুন ছেলেকে বিদেশ পাঠানোর আশাভঙ্গ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৫
বসতঘরে আগুন ছেলেকে বিদেশ পাঠানোর আশাভঙ্গ

চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। গতকাল শুক্রবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পুরোনো ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে মো. এমরান হোসেন ও তাঁর ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দুই পরিবারের। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

এদিকে ঘরে লাগা আগুনে ছেলেকে বিদেশ পাঠানোর আশা ভঙ্গ হয়েছে এমরান হোসেনের।

তিনি বলেন, চার ছেলে ও এক মেয়ে আমার। অভাবের সংসারে একটু সুখের আশায় বড় ছেলে মো. ফরহাদকে (২৩) বিদেশ যাওয়ার জন্য দুটি গরু বিক্রি করে নগদ ২ লাখ টাকা, এনজিও থেকে ১ লাখ এবং আত্মীয়দের কাছ থেকে ধার করে আরও ২ লাখ টাকা এনে ঘরে রাখি। আগুনে ঘরে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। আমার স্বপ্ন-আশা সব শেষ হয়ে গেছে। এই কথা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন এমরান।

ঘরে আগুন লাগার বিষয়ে এমরান হোসেন জানান, তাঁর ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত। শুক্রবার সকালে মাঠে কাজের সে উদ্দেশ্যে ঘর থেকে বের হয় জুবায়ের, তাঁর বউ ঘরে তালা লাগিয়ে পাশের বাড়িতে যায়। হঠাৎ দেখেন জুবায়েরের ঘর থেকে আগুন জ্বলতে শুরু করেছে। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত জুবায়ের বলেন, ঘরে থাকা ফ্রিজ, টিভি এবং বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত