কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। গতকাল শুক্রবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পুরোনো ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে মো. এমরান হোসেন ও তাঁর ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দুই পরিবারের। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
এদিকে ঘরে লাগা আগুনে ছেলেকে বিদেশ পাঠানোর আশা ভঙ্গ হয়েছে এমরান হোসেনের।
তিনি বলেন, চার ছেলে ও এক মেয়ে আমার। অভাবের সংসারে একটু সুখের আশায় বড় ছেলে মো. ফরহাদকে (২৩) বিদেশ যাওয়ার জন্য দুটি গরু বিক্রি করে নগদ ২ লাখ টাকা, এনজিও থেকে ১ লাখ এবং আত্মীয়দের কাছ থেকে ধার করে আরও ২ লাখ টাকা এনে ঘরে রাখি। আগুনে ঘরে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। আমার স্বপ্ন-আশা সব শেষ হয়ে গেছে। এই কথা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন এমরান।
ঘরে আগুন লাগার বিষয়ে এমরান হোসেন জানান, তাঁর ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত। শুক্রবার সকালে মাঠে কাজের সে উদ্দেশ্যে ঘর থেকে বের হয় জুবায়ের, তাঁর বউ ঘরে তালা লাগিয়ে পাশের বাড়িতে যায়। হঠাৎ দেখেন জুবায়েরের ঘর থেকে আগুন জ্বলতে শুরু করেছে। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত জুবায়ের বলেন, ঘরে থাকা ফ্রিজ, টিভি এবং বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। গতকাল শুক্রবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পুরোনো ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে মো. এমরান হোসেন ও তাঁর ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দুই পরিবারের। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
এদিকে ঘরে লাগা আগুনে ছেলেকে বিদেশ পাঠানোর আশা ভঙ্গ হয়েছে এমরান হোসেনের।
তিনি বলেন, চার ছেলে ও এক মেয়ে আমার। অভাবের সংসারে একটু সুখের আশায় বড় ছেলে মো. ফরহাদকে (২৩) বিদেশ যাওয়ার জন্য দুটি গরু বিক্রি করে নগদ ২ লাখ টাকা, এনজিও থেকে ১ লাখ এবং আত্মীয়দের কাছ থেকে ধার করে আরও ২ লাখ টাকা এনে ঘরে রাখি। আগুনে ঘরে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। আমার স্বপ্ন-আশা সব শেষ হয়ে গেছে। এই কথা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন এমরান।
ঘরে আগুন লাগার বিষয়ে এমরান হোসেন জানান, তাঁর ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত। শুক্রবার সকালে মাঠে কাজের সে উদ্দেশ্যে ঘর থেকে বের হয় জুবায়ের, তাঁর বউ ঘরে তালা লাগিয়ে পাশের বাড়িতে যায়। হঠাৎ দেখেন জুবায়েরের ঘর থেকে আগুন জ্বলতে শুরু করেছে। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত জুবায়ের বলেন, ঘরে থাকা ফ্রিজ, টিভি এবং বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে