Ajker Patrika

১৮ বছর পর ফাইনাল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
১৮ বছর পর ফাইনাল

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে ১৮ বছর পর একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে ২০০৪ সালে আয়োজিত একটি টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত হয়। দীর্ঘদিন পর কোন্দল মিটিয়ে গত রোববার বিকেলে নিলখী বন্দর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০০৪ সালে নিলখী বন্দর খেলার মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট হয়। এতে ফাইনালে উঠে শিরুয়াইল ইউনিয়ন ও কালামৃধা ইউনিয়ন একাদশ। সে সময় স্থানীয় কোন্দলের কারণে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়নি। বিরোধ মিটিয়ে দীর্ঘদিন পর নিলখী বন্দর মাঠে এ খেলার আয়োজন করা হয়।

নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, ২০০৪ সালে এই খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কোন্দল তৈরি হয়। সে সময় পরিস্থিতির অবনতির বিষয়টি মাথায় রেখে খেলা স্থগিত রাখা হয়। দীর্ঘদিন পর ওই টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। শিরুয়াইল ইউনিয়ন একাদশ প্রস্তুত না থাকায় কালামৃধা ইউনিয়নের সঙ্গে নিলখী ইউনিয়ন একাদশের খেলা হয়। ১-০ গোলে নিলখী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কালামৃধা ইউনিয়ন একাদশ।

মিজানুর রহমান বলেন, খেলাধুলার মধ্য দিয়ে মনের বিকাশ ঘটে। তরুণ-যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এখন থেকে এ মাঠে নিয়মিত খেলাধুলা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত