Ajker Patrika

৩৮ বছর পর ভবন পেল জুরাছড়ি ইউপি

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ২৩
৩৮ বছর পর ভবন পেল জুরাছড়ি ইউপি

রাঙামাটির জুরাছড়িতে দীর্ঘ অপেক্ষার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পেয়েছে জুরাছড়ি ইউপি। ১ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে চলতি বছর নির্মাণকাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি)। নবনির্মিত ইউপি কমপ্লেক্স আজ (বৃহস্পতিবার) উদ্বোধন হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের স্থানী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার এর উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ।

ইউপি সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে জুরাছড়ি ইউপি তৈরির পর গত ৩৮ বছরে কোনো নিজস্ব কমপ্লেক্স ছিল না। এ সময় কখনো বিদ্যালয়ের কক্ষে, কখনো ভাড়া ঘরে কিংবা সামাজিক ক্লাবে চলেছে ইউপি কার্যক্রম। সর্বশেষ পরিত্যক্ত অস্থায়ী উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রে ১২ বছর এই কার্যক্রম চলে। এ সমস্যা লাগবে এগিয়ে আসেন প্রাক্তন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। এ নিয়ে গত ৩০ জুন ‘৩৮ বছর পর উদ্বোধনের অপেক্ষায় জুরাছড়ি ইউপি কমপ্লেক্স ভবন’ শিরোনামে আজকের পত্রিকা খবর প্রকাশ হয়।

এদিকে উপজেলা মাঠের পাশে জুরাছড়ি ইউপির স্থায়ী কমপ্লেক্স নির্মিত হল। ৯২ ফুট ১০ ইঞ্চি দৈর্ঘ্য ও ৬২ ফুট ১০ ইঞ্চি প্রস্থ দুতলা বিশিষ্ট ইউপি কমপ্লেক্সে আছে ১৫টি কক্ষ ও দুটি শৌচাগার ব্যবস্থা। চেয়ারম্যান ও সচিবের জন্য রয়েছে আলাদা কক্ষ রয়েছে এতে। এ ছাড়া সভা করার জন্য আসবাবপত্র সংবলিত হল কক্ষ রয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, জুরাছড়ি ইউপির কমপ্লেক্স ভবনে দরকারি বিভিন্ন দপ্তরের ইউনিয়ন সেবা প্রদান কর্মীদের জন্য কক্ষ বরাদ্দ রয়েছে।

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা বলেন, ‘দীর্ঘ ৩৮ বছর পর হলেও হাজার হাজার বাসিন্দা একটি স্থায়ী ইউপি কমপ্লেক্স পেতে যাচ্ছেন। এ জন্য বর্তমান সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’

জুরাছড়ি ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বর্তমান সরকার সব ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আন্তরিক। ইউপি কমপ্লেক্স ভবনবিহীন ইউনিয়নে জমি সংক্রান্ত জটিলতার কারণে নির্মাণে বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত