Ajker Patrika

ইরানি পরিচালকের বাংলাদেশে শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৫৩
ইরানি পরিচালকের বাংলাদেশে শুটিং

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজনকে বাংলাদেশে শুটিং করার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষ ভাগে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে এই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটির নাম ‘সিএনজি’। এতে বাংলাদেশের কারা যুক্ত আছেন, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান, ওয়ার্ক পারমিটের আবেদন এসেছে বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস থেকে।

দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। মুক্তির অপেক্ষায় আছে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। তাঁর সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে কি না, জানতে যোগাযোগ করা হয় অনন্ত জলিলের গণসংযোগ কর্মকর্তা কায়সার আহমেদ বাবুর সঙ্গে। বাবু বলেন, ‘বসের সঙ্গে আজকেও কথা হয়েছে। সিএনজি নামের কোনো সিনেমার ব্যাপারে জানি না।’

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে বহু রোহিঙ্গা। ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই সে চিত্র দেখার জন্য বাংলাদেশে আসেন মুর্তজা।

এরপরই রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, নাম ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ)। তথ্যচিত্রটি তৈরির সময় মুর্তজা দেখেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধধর্মের লোকজন যে যাঁর মতো করে রোহিঙ্গাদের সহযোগিতা করছেন। মুর্তজা অতাশ জমজমের ব্যক্তি উদ্যোগে নির্মিত এই হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত