মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার বাঁশতলা কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হারুন হাওলাদারের বিচারের দাবিতে গতকাল রোববার দুপুরে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভা করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।
সভায় বক্তারা অভিযোগ করে জানান, কান্দি গ্রামের বাঁশতলা কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদের নামে প্রায় ৩৪ শতাংশ জমি দান করেন নিজাম সরদার। এর কিছু জমি আত্মসাৎ করতে ইসলামিয়া কিন্ডারগার্টেন নামে একটি স্কুল নির্মাণ করেন হারুন হাওলাদার। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ‘নিজাম সরদার ৩৪ শতাংশ জমি মসজিদে দান করেছেন। কিন্তু দুঃখের বিষয়, হারুন হাওলাদার প্রতারণার আশ্রয় নিয়ে মসজিদের জমিতে নিজের অংশ আছে দাবি করে আত্মসাতের পাঁয়তারা করছেন। তিনি মসজিদের জমিতে মাদ্রাসা নির্মাণের মিথ্যা আশ্বাস দিয়ে জেলা পরিষদ থেকে গোপনে এক লাখ টাকা তুলে এনেছেন। তাঁর বিচার চাই।’
এ ব্যাপারে মাদারীপুর জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মন্টু বলেন, ‘হারুন হাওলাদার মসজিদের জমিতে মাদ্রাসা নির্মাণ করার দরখাস্ত দিয়ে জেলা পরিষদ থেকে দুইবারে মোট ১ লাখ টাকা নিয়েছেন।’
অভিযোগের বিষয়ে হারুন হাওলাদার বলেন, ‘মসজিদের জমি আত্মসাতের চেষ্টা করিনি। আমার নিজস্ব জায়গায় ইসলামিয়া কিন্ডারগার্টেন নামে একটি স্কুল নির্মাণ করেছি। অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘এ বিষয়ে অবগত রয়েছি। তদন্তসাপেক্ষে সমাধান হয়ে যাবে।’
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাঁশতলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি গোলাম মস্তফা খোকন, নিজাম সরদার, এনায়েত সরদার, রুবেল হাওলাদার, ছিদ্দিকুর রহমান, কিরন হোসেন, লিটন হোসেন, শাহ আলম ফকির প্রমুখ।
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার বাঁশতলা কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হারুন হাওলাদারের বিচারের দাবিতে গতকাল রোববার দুপুরে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভা করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।
সভায় বক্তারা অভিযোগ করে জানান, কান্দি গ্রামের বাঁশতলা কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদের নামে প্রায় ৩৪ শতাংশ জমি দান করেন নিজাম সরদার। এর কিছু জমি আত্মসাৎ করতে ইসলামিয়া কিন্ডারগার্টেন নামে একটি স্কুল নির্মাণ করেন হারুন হাওলাদার। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ‘নিজাম সরদার ৩৪ শতাংশ জমি মসজিদে দান করেছেন। কিন্তু দুঃখের বিষয়, হারুন হাওলাদার প্রতারণার আশ্রয় নিয়ে মসজিদের জমিতে নিজের অংশ আছে দাবি করে আত্মসাতের পাঁয়তারা করছেন। তিনি মসজিদের জমিতে মাদ্রাসা নির্মাণের মিথ্যা আশ্বাস দিয়ে জেলা পরিষদ থেকে গোপনে এক লাখ টাকা তুলে এনেছেন। তাঁর বিচার চাই।’
এ ব্যাপারে মাদারীপুর জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মন্টু বলেন, ‘হারুন হাওলাদার মসজিদের জমিতে মাদ্রাসা নির্মাণ করার দরখাস্ত দিয়ে জেলা পরিষদ থেকে দুইবারে মোট ১ লাখ টাকা নিয়েছেন।’
অভিযোগের বিষয়ে হারুন হাওলাদার বলেন, ‘মসজিদের জমি আত্মসাতের চেষ্টা করিনি। আমার নিজস্ব জায়গায় ইসলামিয়া কিন্ডারগার্টেন নামে একটি স্কুল নির্মাণ করেছি। অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘এ বিষয়ে অবগত রয়েছি। তদন্তসাপেক্ষে সমাধান হয়ে যাবে।’
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাঁশতলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি গোলাম মস্তফা খোকন, নিজাম সরদার, এনায়েত সরদার, রুবেল হাওলাদার, ছিদ্দিকুর রহমান, কিরন হোসেন, লিটন হোসেন, শাহ আলম ফকির প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে