আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
এমপিওভুক্ত (বেতনভাতা সরকারি অনুদানের তালিকাভুক্ত) হওয়া যশোরের শিক্ষাপ্রতিষ্ঠানে বইছে আনন্দের বন্যা। গত বুধবার সারা দেশের ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যশোরের ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এমপিওভুক্ত তালিকায়। দীর্ঘদিন পর এমপিওভুক্ত হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঈদের আগেই ঈদের আনন্দ বিরাজ করছে।
এমপিও পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে শার্শা উপজেলার কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়, শিকারপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাকশিয়া সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছার এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়, বাড়িয়ালী হাউলি মাধ্যমিক বিদ্যালয়, মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়, বিকেএইচ মাধ্যমিক বিদ্যালয়, হিজলী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
এ ছাড়া উজিরপুর এমপিজেবি মাধ্যমিক বিদ্যালয়, ঝাউতলা এমকেএনজি মাধ্যমিক বিদ্যালয়। ঝিকরগাছার বালিয়া গৌরশুটি মাধ্যমিক বিদ্যালয়, এমসিডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, অমৃতবাজার বালিকা বিদ্যালয়, এমকে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদরের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিআরবি মাধ্যমিক বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজও এমপিওভুক্ত হয়েছে।
৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ঝিকরগাছার গুলবাগপুর আলাউদ্দীন বিশ্বাস মডেল একাডেমি, আশিংড়ি এনডি মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোর সদরের বিএসএম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বালাডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপদিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়ার দি ইউনাইটেড মডেল বিদ্যালয়, মণিরামপুরের বড় চাতলাকোলা মাধ্যমিক বিদ্যালয়, সিটিকে আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে।
এমপিও পাওয়া ৮টি দাখিল মাদ্রাসা হলো, বাঘারপাড়ার জামিদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, চৌগাছার পাতিবিলা নিয়ামতপুর তাহাজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা, ঝিকরগাছার কাগমারি দাখিল মাদ্রাসা, যশোর সদরের নারাঙ্গালী দাখিল মাদ্রাসা, হজরত শাহ ওলিউল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাজেদুর্গাপুর দাখিল মাদ্রাসা, সাড়াপোল দারুস সালাম দাখিল মাদ্রাসা এবং শার্শার ঘিবা দারুল উলুম মাদ্রাসা।
দুটি আলিম মাদ্রাসা হলো, ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদ্রাসা ও মণিরামপুরের ধলিয়ানী সুন্দলপুর আলিম মাদ্রাসা। তিনটি কলেজ হলো, শার্শার ইউনাইটেড কলেজ, মণিরামপুরের ঢাকুরিয়া কলেজ ও মাতৃভাষা মহাবিদ্যালয়। উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে যশোরের গোপালপুর এমএল হাইস্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত হয়েছে।
এ ছাড়া ভোকেশনাল পর্যায়ে মনিরামপুর শায়লাহাট মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুর টেকনিক্যাল অ্যান্ড সায়েন্স কলেজ, এইচএসসি ভোকেশনাল পর্যায়ে চৌগাছার এবিসিডি কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, যশোর সদরের নতুনহাট পাবলিক কলেজ, মনিরামপুরের নেহালপুর টেকনিক্যাল অ্যান্ড সায়েন্স কলেজ এমপিওভুক্ত হয়েছে।
নতুন এমপিওভুক্ত হওয়া চৌগাছার এবিসিডি কলেজের কারিগরি শাখার বাংলার প্রভাষক সোহরাব হোসেন উজ্জ্বল বলেন, ‘প্রায় এক যুগ বিনা বেতনে কলেজটিতে চাকরি করছি। এবার ঈদের আগে এমপিওভুক্ত হওয়ায় ঈদের আগেই ঈদের আনন্দ অনুভব করছি।’
এ বিষয়ে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম বলেন, ‘আমাদের অনেক শিক্ষক-কর্মচারী ২০-২৫ বছর বিনা বেতনে চাকরি করছেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকার দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম চলতে থাকা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করেছেন। ঈদের আগে তাঁদের এমপিওভুক্ত খবর ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।’
এমপিওভুক্ত (বেতনভাতা সরকারি অনুদানের তালিকাভুক্ত) হওয়া যশোরের শিক্ষাপ্রতিষ্ঠানে বইছে আনন্দের বন্যা। গত বুধবার সারা দেশের ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যশোরের ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এমপিওভুক্ত তালিকায়। দীর্ঘদিন পর এমপিওভুক্ত হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঈদের আগেই ঈদের আনন্দ বিরাজ করছে।
এমপিও পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে শার্শা উপজেলার কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়, শিকারপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাকশিয়া সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছার এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়, বাড়িয়ালী হাউলি মাধ্যমিক বিদ্যালয়, মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়, বিকেএইচ মাধ্যমিক বিদ্যালয়, হিজলী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
এ ছাড়া উজিরপুর এমপিজেবি মাধ্যমিক বিদ্যালয়, ঝাউতলা এমকেএনজি মাধ্যমিক বিদ্যালয়। ঝিকরগাছার বালিয়া গৌরশুটি মাধ্যমিক বিদ্যালয়, এমসিডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, অমৃতবাজার বালিকা বিদ্যালয়, এমকে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদরের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিআরবি মাধ্যমিক বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজও এমপিওভুক্ত হয়েছে।
৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ঝিকরগাছার গুলবাগপুর আলাউদ্দীন বিশ্বাস মডেল একাডেমি, আশিংড়ি এনডি মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোর সদরের বিএসএম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বালাডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপদিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়ার দি ইউনাইটেড মডেল বিদ্যালয়, মণিরামপুরের বড় চাতলাকোলা মাধ্যমিক বিদ্যালয়, সিটিকে আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে।
এমপিও পাওয়া ৮টি দাখিল মাদ্রাসা হলো, বাঘারপাড়ার জামিদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, চৌগাছার পাতিবিলা নিয়ামতপুর তাহাজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা, ঝিকরগাছার কাগমারি দাখিল মাদ্রাসা, যশোর সদরের নারাঙ্গালী দাখিল মাদ্রাসা, হজরত শাহ ওলিউল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাজেদুর্গাপুর দাখিল মাদ্রাসা, সাড়াপোল দারুস সালাম দাখিল মাদ্রাসা এবং শার্শার ঘিবা দারুল উলুম মাদ্রাসা।
দুটি আলিম মাদ্রাসা হলো, ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদ্রাসা ও মণিরামপুরের ধলিয়ানী সুন্দলপুর আলিম মাদ্রাসা। তিনটি কলেজ হলো, শার্শার ইউনাইটেড কলেজ, মণিরামপুরের ঢাকুরিয়া কলেজ ও মাতৃভাষা মহাবিদ্যালয়। উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে যশোরের গোপালপুর এমএল হাইস্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত হয়েছে।
এ ছাড়া ভোকেশনাল পর্যায়ে মনিরামপুর শায়লাহাট মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুর টেকনিক্যাল অ্যান্ড সায়েন্স কলেজ, এইচএসসি ভোকেশনাল পর্যায়ে চৌগাছার এবিসিডি কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, যশোর সদরের নতুনহাট পাবলিক কলেজ, মনিরামপুরের নেহালপুর টেকনিক্যাল অ্যান্ড সায়েন্স কলেজ এমপিওভুক্ত হয়েছে।
নতুন এমপিওভুক্ত হওয়া চৌগাছার এবিসিডি কলেজের কারিগরি শাখার বাংলার প্রভাষক সোহরাব হোসেন উজ্জ্বল বলেন, ‘প্রায় এক যুগ বিনা বেতনে কলেজটিতে চাকরি করছি। এবার ঈদের আগে এমপিওভুক্ত হওয়ায় ঈদের আগেই ঈদের আনন্দ অনুভব করছি।’
এ বিষয়ে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম বলেন, ‘আমাদের অনেক শিক্ষক-কর্মচারী ২০-২৫ বছর বিনা বেতনে চাকরি করছেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকার দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম চলতে থাকা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করেছেন। ঈদের আগে তাঁদের এমপিওভুক্ত খবর ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে