Ajker Patrika

মাঠ ফেলে সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯: ৫৪
মাঠ ফেলে সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

আজ এখানে তো কাল ওখানে—অবিরত ছোটাছুটির ভালো অভ্যাস আছে সাকিব আল হাসানের। গতকাল মঙ্গলবার সকালে সাকিব যেমন গেলেন নির্বাচনী এলাকা মাগুরায়; সন্ধ্যায় ফিরলেন ঢাকায়। রাতেই তাঁর যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা ছিল। 

বিশ্বকাপে ভারতের দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এ জন্য টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ আর খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এই কদিনে নির্বাচনী কার্যক্রমে সাকিবের ব্যান্ডেজ পরা আঙুল নিশ্চয়ই সবার চোখে পড়েছে। এখন রাজনৈতিক মাঠে যতই ব্যস্ত থাকুন, আরও এক-দেড় বছর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা। জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাওয়া সাকিবের তাই দ্রুত আঙুলের চোট থেকে সেরে উঠতে হবে। 
আঙুলের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিবের।

সেই পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী প্রচারণায়। তার আগে এই সময়টা তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে আসতে চান বলে জানিয়েছে সাকিবঘনিষ্ঠ একাধিক সূত্র। 

বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘আজ (গতকাল) রাতে যাওয়ার কথা। আমরা তাঁর আঙুলের সিটি স্ক্যান করিয়েছি, ভালোই মনে হচ্ছে। বলেছি, যেহেতু যাচ্ছ, ওখানে হ্যান্ড সার্জন দেখিয়ে আসো। না গেলে বলতাম না। ওখানে তো খুব ভালো হ্যান্ড সার্জন থাকে।’ 

কদিনের জন্য ভোটের মাঠ রেখে যুক্তরাষ্ট্রে গেলেও সাকিব দূর থেকেই মাগুরা-১ আসনে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ এগিয়ে নিতে চান। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন। 

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গতকাল মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন সাকিব। সেখানে নিজের জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করতে। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের নিকট আশা করছি।’

বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত