Ajker Patrika

গবেষণায় এগিয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়

রুবায়েত হোসেন, খুবি 
আপডেট : ২৩ জুন ২০২২, ১৫: ০০
গবেষণায় এগিয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী ও শিক্ষকেরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চালিয়ে যাচ্ছেন গবেষণার কাজ। এরই মধ্যে বেশ কয়েকটি গবেষণায় সাফল্য মিলেছে। তারই ফল হিসেবে সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পেয়েছেন। সারা বিশ্বের ২০৬ দেশের ১৩,৫৩১ টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানী নিয়ে তালিকাটি করা হয়।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন স্থান পেয়েছেন। তিনি খুবিতে ফরেস্ট্রিতে প্রথম, দেশে চতুর্থ, এশিয়ায় ১৫৪ তম ও বিশ্বে ৮৪৯ তম স্থান লাভ করেন। শুধু তাই নয়, স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত বিশ্বের ৭০২৬টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত (ইনডেক্স জার্নালভিত্তিক) জরিপের দিকে, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম দিকে স্থান করে নিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়।

১৯৯১ সালের ২৫ নভেম্বর ৪টি পাঠ্যবিষয়ে ৮০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে ৮টি স্কুল (অনুষদ) ও ২৯টি ডিসিপ্লিনে (বিভাগ) শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য প্রয়োজন উচ্চশিক্ষার পাশাপাশি নিরন্তর গবেষণা।

সম্প্রতি খুবির গবেষণায় দেশীয় ও গাড়ল জাতীয় ভেড়ার সংকরায়ণের সাফল্য মিলেছে। যার ফলে উপকূলীয় অঞ্চলে সংকর জাতের ভেড়া পালনে দারিদ্র্য বিমোচন ও মাংসের চাহিদা পূরণের সম্ভাবনা দেখছেন গবেষকেরা। পেঁয়াজ গবেষণাতেও এসেছে সাফল্য। উদ্ভাবিত নতুন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে বর্তমানের তুলনায় দ্বিগুণ পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া দাকোপের লবণাক্ত জমিতে বিনা চাষে সূর্যমুখী ও গম ফসলের চাষাবাদ, ক্যাপসিকাম চাষ এবং বটিয়াঘাটার ছয়ঘরিয়া গ্রামের পুকুরে গবেষণা চালিয়ে গলদা চিংড়ির পোনা উৎপাদনে সফল হয়েছে খুবির গবেষকেরা।

একটি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। যার কারণে বর্তমান কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার দিক থেকে আরও এগিয়ে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত