বিনোদন প্রতিবেদক, ঢাকা
অবশেষে আড়াল ভাঙলেন মৌসুমী নাগ। টিভি নাটকের একসময়ের এই জনপ্রিয় অভিনেত্রী কয়েক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে অভিনয়ে নয়, উপস্থাপনায়। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম উপস্থাপনা করছেন মৌসুমী।
অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমান ‘আহ্লাদি আহার’ নামে একটি রান্নার অনুষ্ঠান বানাচ্ছেন। ওই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পড়েছে মৌসুমীর ওপর। কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। মৌসুমী জানিয়েছেন, রান্নার শো হলেও আহ্লাদি আহার মোটেই গতানুগতিক অনুষ্ঠানের ছকে আটকে নেই। গল্পের আদলে, অভিনয়ের মাধ্যমে অনেকটা নাটকের মতো করে সাজানো হয়েছে এই শো।
আহ্লাদি আহার অনুষ্ঠানে মৌসুমীকে দেখা যাবে আহ্লাদি নামের একটি চরিত্রে। পারিবারিক সূত্রে আহ্লাদি একটি রেসিপির খাতা পান। সেখান থেকেই আগত অতিথিদের নিয়ে প্রতি পর্বে একেকটি রেসিপি প্রস্তুত করেন আহ্লাদি। গল্প-আড্ডায় তুলে ধরা হয় প্রতিটি খাবারের ইতিহাস, ঐতিহ্য, পেছনের গল্প। মৌসুমী বলেন, ‘অনুষ্ঠানের ধরনটি খুবই মজার। আমি কখনো উপস্থাপনা করিনি। আমি অভিনয়ের মানুষ। যেহেতু গল্পের আদলে শোটি সাজানো হয়েছে, ফলে বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে।’
এরই মধ্যে আহ্লাদি আহারে মৌসুমীর অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী নাশিদ কামাল, অভিনেত্রী ফারজানা চুমকি, দীপা খন্দকার প্রমুখ। মৌসুমী নাগ জানিয়েছেন, শুধু গান কিংবা অভিনয় নয়, এ শোয়ে বিভিন্ন অঙ্গনের তারকারা আসবেন। থাকবেন প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা।
আহ্লাদি আহারের স্ক্রিপ্ট লিখেছেন কলকাতার শিবাশিস বন্দ্যোপাধ্যায় ও পিয়ালী দাস চৌধুরী। প্রচার হবে নতুন স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টিভিতে।
মৌসুমী বলেন, ‘পারিবারিক কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। ভাবলাম, পর্দা থেকে একেবারেই হারিয়ে না গিয়ে কিছু কাজ করি। তাতে নিজের কাছেও ভালো লাগবে।’
অবশেষে আড়াল ভাঙলেন মৌসুমী নাগ। টিভি নাটকের একসময়ের এই জনপ্রিয় অভিনেত্রী কয়েক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে অভিনয়ে নয়, উপস্থাপনায়। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম উপস্থাপনা করছেন মৌসুমী।
অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমান ‘আহ্লাদি আহার’ নামে একটি রান্নার অনুষ্ঠান বানাচ্ছেন। ওই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পড়েছে মৌসুমীর ওপর। কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। মৌসুমী জানিয়েছেন, রান্নার শো হলেও আহ্লাদি আহার মোটেই গতানুগতিক অনুষ্ঠানের ছকে আটকে নেই। গল্পের আদলে, অভিনয়ের মাধ্যমে অনেকটা নাটকের মতো করে সাজানো হয়েছে এই শো।
আহ্লাদি আহার অনুষ্ঠানে মৌসুমীকে দেখা যাবে আহ্লাদি নামের একটি চরিত্রে। পারিবারিক সূত্রে আহ্লাদি একটি রেসিপির খাতা পান। সেখান থেকেই আগত অতিথিদের নিয়ে প্রতি পর্বে একেকটি রেসিপি প্রস্তুত করেন আহ্লাদি। গল্প-আড্ডায় তুলে ধরা হয় প্রতিটি খাবারের ইতিহাস, ঐতিহ্য, পেছনের গল্প। মৌসুমী বলেন, ‘অনুষ্ঠানের ধরনটি খুবই মজার। আমি কখনো উপস্থাপনা করিনি। আমি অভিনয়ের মানুষ। যেহেতু গল্পের আদলে শোটি সাজানো হয়েছে, ফলে বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে।’
এরই মধ্যে আহ্লাদি আহারে মৌসুমীর অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী নাশিদ কামাল, অভিনেত্রী ফারজানা চুমকি, দীপা খন্দকার প্রমুখ। মৌসুমী নাগ জানিয়েছেন, শুধু গান কিংবা অভিনয় নয়, এ শোয়ে বিভিন্ন অঙ্গনের তারকারা আসবেন। থাকবেন প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা।
আহ্লাদি আহারের স্ক্রিপ্ট লিখেছেন কলকাতার শিবাশিস বন্দ্যোপাধ্যায় ও পিয়ালী দাস চৌধুরী। প্রচার হবে নতুন স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টিভিতে।
মৌসুমী বলেন, ‘পারিবারিক কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। ভাবলাম, পর্দা থেকে একেবারেই হারিয়ে না গিয়ে কিছু কাজ করি। তাতে নিজের কাছেও ভালো লাগবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪