উপস্থাপনা দিয়ে ফিরলেন মৌসুমী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০: ৪৮
Thumbnail image

অবশেষে আড়াল ভাঙলেন মৌসুমী নাগ। টিভি নাটকের একসময়ের এই জনপ্রিয় অভিনেত্রী কয়েক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে অভিনয়ে নয়, উপস্থাপনায়। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম উপস্থাপনা করছেন মৌসুমী।

অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমান ‘আহ্লাদি আহার’ নামে একটি রান্নার অনুষ্ঠান বানাচ্ছেন। ওই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পড়েছে মৌসুমীর ওপর। কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। মৌসুমী জানিয়েছেন, রান্নার শো হলেও আহ্লাদি আহার মোটেই গতানুগতিক অনুষ্ঠানের ছকে আটকে নেই। গল্পের আদলে, অভিনয়ের মাধ্যমে অনেকটা নাটকের মতো করে সাজানো হয়েছে এই শো।

আহ্লাদি আহার অনুষ্ঠানে মৌসুমীকে দেখা যাবে আহ্লাদি নামের একটি চরিত্রে। পারিবারিক সূত্রে আহ্লাদি একটি রেসিপির খাতা পান। সেখান থেকেই আগত অতিথিদের নিয়ে প্রতি পর্বে একেকটি রেসিপি প্রস্তুত করেন আহ্লাদি। গল্প-আড্ডায় তুলে ধরা হয় প্রতিটি খাবারের ইতিহাস, ঐতিহ্য, পেছনের গল্প। মৌসুমী বলেন, ‘অনুষ্ঠানের ধরনটি খুবই মজার। আমি কখনো উপস্থাপনা করিনি। আমি অভিনয়ের মানুষ। যেহেতু গল্পের আদলে শোটি সাজানো হয়েছে, ফলে বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে।’

এরই মধ্যে আহ্লাদি আহারে মৌসুমীর অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী নাশিদ কামাল, অভিনেত্রী ফারজানা চুমকি, দীপা খন্দকার প্রমুখ। মৌসুমী নাগ জানিয়েছেন, শুধু গান কিংবা অভিনয় নয়, এ শোয়ে বিভিন্ন অঙ্গনের তারকারা আসবেন। থাকবেন প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা।

আহ্লাদি আহারের স্ক্রিপ্ট লিখেছেন কলকাতার শিবাশিস বন্দ্যোপাধ্যায় ও পিয়ালী দাস চৌধুরী। প্রচার হবে নতুন স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টিভিতে।

মৌসুমী বলেন, ‘পারিবারিক কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। ভাবলাম, পর্দা থেকে একেবারেই হারিয়ে না গিয়ে কিছু কাজ করি। তাতে নিজের কাছেও ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত