Ajker Patrika

নার্সের বাসায় হামলার অভিযোগ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১: ৪৮
নার্সের বাসায় হামলার অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আমুয়া) সিনিয়র নার্স লক্ষ্মী রানীর সরকারি নার্স ডরমেটরির বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁর কলেজপড়ুয়া মেয়ে আহত হয়। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নার্সের বাসায় হামলা, ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় গালমন্দের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

হামলার বিষয়ে লক্ষ্মী রানী সরকার বলেন, ‘গত শনিবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নার্স ডরমেটরির দ্বিতীয় তলায় আমার বাসায় সহকর্মী নার্স রাজিয়া খানমের স্বামী মো. সহিদুল আলম শাবু সিকদার এবং তাঁর দুই ছেলে পিয়াল ও পিয়াস হামলা চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে রুমের জানালা ও গ্লাস ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। এমনকি প্রাণনাশের হুমকি দেন। হামলায় আমার মেয়ে আহত হয়। বিষয়টি তাৎক্ষণিক টিএইচ স্যারকে (তাপস কুমার তালুকদার) জানানোর জন্য একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে আরএমও স্যারকে জানালে তিনি বাসায় আসেন এবং দেখে যান। মো. সহিদুল আলম শাবু সিকদার প্রভাবশালী হওয়ায় পরিবারের নিরাপত্তার জন্য বিষয়টি ইউএনও স্যার ও সিভিল সার্জন স্যারকে জানানো হয়েছে।’

নার্স রাজিয়া খানমের স্বামী মো. সহিদুল আলম শাবু সিকদার বলেন, ‘লক্ষ্মী রানীর কোয়ার্টারের পেছনেই আমার বাড়ি। গত শনিবার দুপুরে বাড়ির প্রবেশপথে মরা একটি খরগোশ, মুরগি ও কবুতর ফেলে রাখেন লক্ষ্মী। বিকেলে তাঁর কোয়ার্টারের সামনে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজেবাজে কথা বলেন।’

তবে নার্স লক্ষ্মী রানী মৃত খরগোশ ও মুরগি-কবুতর রাস্তায় ফেলে রাখার অভিযোগ অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলেন, লক্ষ্মী রানী ও রাজিয়া খানমের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে ঘটনাটি ঘটেছে। তবে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার বলেন, ‘এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমুয়া হাসপাতালে সিনিয়র নার্সের বাসায় পুলিশ পাঠানো হয়। তবে সে রকম কিছু পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত