নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০৭: ০৭
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৪: ৩৪

ময়মনসিংহে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন প্রভৃতি।

ময়মনসিংহ: শোভাযাত্রা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দিবসটি উপলক্ষে সার্কিট হাউসসংলগ্ন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাদেক খান মিল্কী টজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুছ ও শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন মোহাম্মদ ফখরুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

ভালুকা: ভালুকায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকীউল বারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী প্রমুখ।

ঈশ্বরগঞ্জ: দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফখরুল ইমাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।

গৌরীপুর: দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত