Ajker Patrika

প্রার্থীদের সঙ্গে প্রশাসনের সভা

প্রতিনিধি (মেহেরপুর) মুজিবনগর
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ৩৪
প্রার্থীদের সঙ্গে প্রশাসনের সভা

আসন্ন ১১ নভেম্বর মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

নির্বাচন উপলক্ষে গত বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ মনসুর আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম।

আরও উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর হাশেম, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।

উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান, মহাজনপুর, দারিয়াপুর, মোনাখালী, চারটি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণকারী ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১৪৩ জন সাধারণ সদস্য পদপ্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীসহ উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা।

মতবিনিময় সভায় সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থীর তাঁদের বিভিন্ন অভিযোগের বিষয়ে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান রেখে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত