Ajker Patrika

তারিনের সুঁই-সুতোয় বঙ্গবন্ধুর হাসি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৪৪
তারিনের সুঁই-সুতোয় বঙ্গবন্ধুর হাসি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর একশ ছবি একে সারা ফেলেছেন মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়ার অজপাড়াগাঁয়ের তারিন নামের এক নারী।

জানা গেছে, তারিন তাঁর মায়ের কাছে সুঁই-সুতোর কাজ শেখার পাশাপাশি রং তুলি আর পেনসিল দিয়ে ছবি আঁকার কাজ আয়ত্ত করেছেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর ছবি আঁকতে ভালোবাসেন। আর সেই ভালোবাসা থেকেই মুজিব শতবর্ষ উপলক্ষে সুঁই-সুতো দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত ছবি। তারিনের সুঁই-সুতোয় ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসি। তারিন নিজে বঙ্গবন্ধুর ছবি আঁকছেন পাশাপাশি অন্যদেরও ছবি আঁকার প্রতি উৎসাহ দিচ্ছেন। তিনি ৩০০ জনের প্রশিক্ষণও শেষ করেছেন। বর্তমানে ৫০ জনকে নিয়ে আবার ছবি আঁকার কাজ শুরু করছেন।

তারিন জানান, মায়ের হাত ধরে ছবি আঁকার হাতেখড়ি তাঁর। মা যখন নকশিকাঁথা তৈরি করতেন আর ছবি আঁকতেন তখন থেকে তাঁর আগ্রহ জন্মায় ছবি আঁকার প্রতি। এখন তাঁর একটাই নেশা ছবি আঁকা। তাঁর আঁকা বঙ্গবন্ধুর ছবি এপার বাংলা-ওপার বাংলায় বিনা মূল্যে ১০৫টি বইয়ের প্রচ্ছদ হিসেবেও ছাপা হয়েছে।

তারিন এখন চারুশিল্পী হিসেবে পরিচিত। মেহেরপুর জেলার সবাই তাকে চারু তারিন নামেই চেনে। ছবি আঁকার মধ্য দিয়ে সবার কাছে হয়ে উঠেছেন প্রিয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত