ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে সেতুর পাটাতন ভেঙে ত্রিশাল-ফুলবাড়িয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। গতকাল রোববার সকালে একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের ওপর উঠলে এটি ভেঙে পড়ে।
জানা গেছে, ত্রিশালের পোড়াবাড়ী বাজারে খিরু নদীর ওপরে স্টিলের এই সেতুটি ১৯৮২ সালে নির্মাণ করা হয়। এর প্রস্থ ২৪২ ফুট, দৈর্ঘ্য ১৪ ফুট। নির্মাণের ১০-১২ বছর যেতে না যেতেই সেতুর অনেকগুলো পাটাতনে মরিচা পড়ে ভাঙতে শুরু করে। ঝুঁকিপূর্ণ সেতুর ভেঙে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে আহত হচ্ছেন অনেকে।
গতকাল সকালে একটি পণ্যবাহী ট্রাক সেতু পারাপারের সময় পাটাতন ভেঙে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলাসহ দুই পারের মানুষ।
স্থানীয়রা জানান, সেতুর বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় এ পর্যন্ত কয়েক শ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। এখন সেতুটি ছাড়া দুই পারের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। দ্রুত এই সেতুটি মেরামতের দাবি জানান এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতুর নির্মাণকাজ শেষ করারও দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মণ্ডল বলেন, ‘বেইলি সেতুটি ভেঙে পড়ায় সব ধরনের যানবাহন বন্ধ হওয়ায় দুই উপজেলার লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘বেইলি সেতু ভেঙে পড়ার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশল বিভাগের লোকজন সেতুটি পরিদর্শন করেছেন। আশা করছি সোমবারের মধ্যেই এটি মেরামত করতে পারব। পাশেই একটি নতুন সেতুর কাজ চলমান। কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।’
ময়মনসিংহের ত্রিশালে সেতুর পাটাতন ভেঙে ত্রিশাল-ফুলবাড়িয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। গতকাল রোববার সকালে একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের ওপর উঠলে এটি ভেঙে পড়ে।
জানা গেছে, ত্রিশালের পোড়াবাড়ী বাজারে খিরু নদীর ওপরে স্টিলের এই সেতুটি ১৯৮২ সালে নির্মাণ করা হয়। এর প্রস্থ ২৪২ ফুট, দৈর্ঘ্য ১৪ ফুট। নির্মাণের ১০-১২ বছর যেতে না যেতেই সেতুর অনেকগুলো পাটাতনে মরিচা পড়ে ভাঙতে শুরু করে। ঝুঁকিপূর্ণ সেতুর ভেঙে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে আহত হচ্ছেন অনেকে।
গতকাল সকালে একটি পণ্যবাহী ট্রাক সেতু পারাপারের সময় পাটাতন ভেঙে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলাসহ দুই পারের মানুষ।
স্থানীয়রা জানান, সেতুর বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় এ পর্যন্ত কয়েক শ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। এখন সেতুটি ছাড়া দুই পারের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। দ্রুত এই সেতুটি মেরামতের দাবি জানান এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতুর নির্মাণকাজ শেষ করারও দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মণ্ডল বলেন, ‘বেইলি সেতুটি ভেঙে পড়ায় সব ধরনের যানবাহন বন্ধ হওয়ায় দুই উপজেলার লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘বেইলি সেতু ভেঙে পড়ার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশল বিভাগের লোকজন সেতুটি পরিদর্শন করেছেন। আশা করছি সোমবারের মধ্যেই এটি মেরামত করতে পারব। পাশেই একটি নতুন সেতুর কাজ চলমান। কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে