Ajker Patrika

ইরফান-তানিয়ার ঈদের নাটক ‘চেকমেট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইরফান-তানিয়ার ঈদের নাটক ‘চেকমেট’

গত মাসেই যমজ সন্তানকে হারিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে শুটিংয়ে ফিরেছেন এ অভিনেতা। সম্প্রতি শেষ করেছেন কোরবানির ঈদের জন্য নির্মিত ‘চেকমেট’ নাটকের শুটিং। জামাল মল্লিকের পরিচালনায় এতে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি। রানী ও রকি চরিত্রে অভিনয় করেছেন এই জুটি।

গল্পে দেখা যাবে, রানী অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন জায়গায় অবৈধ জিনিস পৌঁছে দিতে পরিকল্পনা সাজায়। এর মধ্যেই রানীর পরিচয় হয় রকির সঙ্গে। রকি পেশায় পকেটমার। রকিকে সঙ্গী করে রানী বস্তির ভেতর ছোট ছোট জুয়ার আসর, চোরাচালান—সবকিছু চালিয়ে যায়। একসময় তারা পরস্পরের আরও কাছাকাছি আসে। হঠাৎ রানী ধরা পড়ে পুলিশের কাছে। সেই পুলিশ কর্মকর্তা হচ্ছে রকি, যে ছদ্মবেশে রানীর সঙ্গে সম্পর্ক করেছিল।

ইরফান সাজ্জাদ বলেন, ‘এখানে আমাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। মাদকের বিরুদ্ধে একটি স্পেশাল অপারেশনে যাই। ছদ্মবেশে মাদক কারবারিদের সঙ্গে মিশে দলটাকে ধরে ফেলি। এভাবেই গল্পটা এগোয়।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘ভিন্ন গল্পে নির্মিত নাটকে আমি আছি রানী চরিত্রে। যে কিনা বস্তির অন্য মেয়েদের মতো না। অবৈধ ব্যবসা করে অন্ধকার জগতে পরিচিতি পায় সে। কিন্তু শেষে সে ধরা খায় তার কাছের মানুষের কাছেই।’

নির্মাতা জামাল মল্লিক বলেন, ‘আমাদের চোখের আড়ালে আনাচকানাচে যে ঘটনাগুলো ঘটতে থাকে, সেসবেরই একটি চিত্র এই নাটকে দেখতে পাবেন দর্শক। তাঁদের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বলে আশা রাখছি।’ বাংলাভিশনের কোরবানির ঈদ আয়োজনে প্রচার হবে নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত