গোপালপুর প্রতিনিধি
গোপালপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ছেন স্বতন্ত্র ও বিদ্রোহীরা। এ যেন ঘরের শত্রু বিভীষণ। এতে চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের সাত নেতা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটারেরা বলছেন, সবচেয়ে জমজমাট লড়াই হবে হাদিরা ইউপিতে। এ ইউপিতে নিহত আমিনুল ইসলামের স্ত্রী বিলকিস জাহান নৌকা প্রতীক পেয়েছেন। আর নৌকার বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী নেতা ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ।
এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা আবু বকর সিদ্দিক। তবে বেশ কয়েকটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা বিরাজ করছে।
মির্জাপুর ইউপিতে নৌকার প্রার্থী বড়শিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম। এ ইউপিতে তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার এবার মনোনয়ন পাননি। ফলে তাঁর কর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী ফারুক হোসেন মিয়াকে সমর্থন করছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিএনপি নেতা মোখলেছ। তাঁর অভিযোগ কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। তাঁদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
আলমনগর ইউপিতে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন। তিনি এর আগেও দুবার নির্বাচিত হয়েছিলেন। এখানে আওয়ামী লীগের গলার কাঁটা হচ্ছে আওয়ামী লীগ। মোমেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মফিজুর রহমান লুৎফর। এ ইউপিতে ইউনিয়ন বিএনপির নেতা এহসানুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধোপাকান্দি ইউপিতে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন মো. সিরাজুল ইসলাম। গত নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন আবদুর রহিম। আর নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান আবদুল হাই। গতবার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। গত তিন মাস আগে দল তাঁকে আবার পুনর্বহাল করে। কিন্তু মনোনয়ন না পাওয়ায় তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ ছাড়া এখানে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন।
নগদা শিমলা ইউপিতে এবার নৌকা পেয়েছেন ছয়বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হোসেন আলী। এ ইউপিতে নৌকার বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা আঙুর। এখানে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার শহীদুল আলম। তবে এ ইউপিতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এ পর্যন্ত দু-তিনটি মারামারি ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্বতন্ত্র, বিদ্রোহী (আওয়ামী লীগ) ও জাতীয় পার্টির প্রার্থী অভিযোগ, নৌকার প্রার্থী-সমর্থকেরা তাঁদের মাঠে কাজ করতে দিচ্ছেন না। নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী মো. হোসেন আলী, অধ্যাপক আবদুল মোমেন এবং মো. সিরাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে জানান, শান্তিপূর্ণভাবেই প্রচার চলছে। আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা ভরাডুবির আশঙ্কায় তাঁদের বিরুদ্ধে এসব বানোয়াট অভিযোগ তুলছেন।
নির্বাচন বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব ইউপিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গোপালপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ছেন স্বতন্ত্র ও বিদ্রোহীরা। এ যেন ঘরের শত্রু বিভীষণ। এতে চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের সাত নেতা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটারেরা বলছেন, সবচেয়ে জমজমাট লড়াই হবে হাদিরা ইউপিতে। এ ইউপিতে নিহত আমিনুল ইসলামের স্ত্রী বিলকিস জাহান নৌকা প্রতীক পেয়েছেন। আর নৌকার বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী নেতা ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ।
এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা আবু বকর সিদ্দিক। তবে বেশ কয়েকটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা বিরাজ করছে।
মির্জাপুর ইউপিতে নৌকার প্রার্থী বড়শিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম। এ ইউপিতে তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার এবার মনোনয়ন পাননি। ফলে তাঁর কর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী ফারুক হোসেন মিয়াকে সমর্থন করছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিএনপি নেতা মোখলেছ। তাঁর অভিযোগ কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। তাঁদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
আলমনগর ইউপিতে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন। তিনি এর আগেও দুবার নির্বাচিত হয়েছিলেন। এখানে আওয়ামী লীগের গলার কাঁটা হচ্ছে আওয়ামী লীগ। মোমেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মফিজুর রহমান লুৎফর। এ ইউপিতে ইউনিয়ন বিএনপির নেতা এহসানুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধোপাকান্দি ইউপিতে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন মো. সিরাজুল ইসলাম। গত নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন আবদুর রহিম। আর নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান আবদুল হাই। গতবার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। গত তিন মাস আগে দল তাঁকে আবার পুনর্বহাল করে। কিন্তু মনোনয়ন না পাওয়ায় তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ ছাড়া এখানে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন।
নগদা শিমলা ইউপিতে এবার নৌকা পেয়েছেন ছয়বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হোসেন আলী। এ ইউপিতে নৌকার বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা আঙুর। এখানে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার শহীদুল আলম। তবে এ ইউপিতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এ পর্যন্ত দু-তিনটি মারামারি ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্বতন্ত্র, বিদ্রোহী (আওয়ামী লীগ) ও জাতীয় পার্টির প্রার্থী অভিযোগ, নৌকার প্রার্থী-সমর্থকেরা তাঁদের মাঠে কাজ করতে দিচ্ছেন না। নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী মো. হোসেন আলী, অধ্যাপক আবদুল মোমেন এবং মো. সিরাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে জানান, শান্তিপূর্ণভাবেই প্রচার চলছে। আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা ভরাডুবির আশঙ্কায় তাঁদের বিরুদ্ধে এসব বানোয়াট অভিযোগ তুলছেন।
নির্বাচন বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব ইউপিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে