Ajker Patrika

সর্বনিম্ন নয়, কাজ পেল দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১১: ১৩
সর্বনিম্ন নয়, কাজ পেল দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা

ঠিকাদার নিয়োগে সবকিছু ঠিক থাকলে সর্বনিম্ন দরদাতাকেই কাজ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (সিইউএফএল) এর ব্যত্যয় ঘটেছে। লেবার হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগে কাজ পেয়েছেন দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা। অভিযোগ উঠেছে, অনিয়মের মাধ্যমে এমনটি করা হয়েছে। এতে সরকারের ক্ষতি হয়েছে ৬১ লাখ টাকা। যদিও সিইউএফএল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রায় সাড়ে তিন লাখ টন সার ট্রাকে লোডিংয়ের জন্য লেবার ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করেছিল সিইউএফএল কর্তৃপক্ষ। ২৪ মে এই দরপত্র খোলার তারিখ ছিল। এতে নয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। ১ কোটি ৫০ লাখ টাকায় ফকিরহাটের মেসার্স রায়হানা এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু পরে দেখা যায়, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মেসার্স আনোয়ারা ট্রান্সপোর্ট কাজটি পেয়েছে। তারা মেসার্স রায়হানা এন্টারপ্রাইজের চেয়ে ৬১ লাখ টাকা বেশি চেয়েছে।

দরপত্র খোলার পর জানা গেছে, এতে অংশ নেওয়া নয়টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার দর দিয়েছিল মেসার্স সাউথ ট্রেডিং করপোরেশন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মেসার্স ব্রাদার্স করপোরেশন ৩ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকা চেয়েছিল। এ ছাড়া মেসার্স নাজ এন্টারপ্রাইজ ৩ কোটি ২৫ লাখ, মেসার্স আজিজ অ্যান্ড কোং ৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার, মেসার্স আর এ এন্টারপ্রাইজ ২ কোটি ৭৯ লাখ, মেসার্স এম এ এন্টারপ্রাইজ ২ কোটি ৪৪ লাখ, মেসার্স কাসেম অ্যান্ড ব্রাদার্স ২ কোটি ২৮ লাখ ৯৫ হাজার, মেসার্স আনোয়ারা  ট্রান্সপোর্ট ২ কোটি ১১ লাখ এবং মেসার্স রায়হানা এন্টারপ্রাইজ ১ কোটি ৫০ লাখ টাকার দর দিয়েছিল।

সর্বনিম্ন দরদাতা মেসার্স রায়হানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সর্বনিম্ন দরদাতা হলেও সিইউইএফএল কর্তৃপক্ষ আমার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়নি। কেন আমাকে বাদ দিল, তাও জানলাম না। ঠিকাদার নিয়োগে জালিয়াতি করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিইউইএফএলের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সিইউএফএল লেবার হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগে জালিয়াতির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে তার চেয়ে বেশি দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এটা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার (পিপিআর) সুস্পষ্ট লঙ্ঘন। এতে সরকারের ৬১ লাখ টাকা ক্ষতি হয়েছে। মোটা অঙ্কের লেনদেন হয়েছে এখানে।

তবে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পিপিআর মেনেই দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা আনোয়ারা ট্রান্সপোর্টকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত