কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার ভেতরে ‘কৃষি মেলা’ সবার নজর কাড়ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
কলার বড় বড় কাঁদি, লাউ, মুলা, সরিষাগাছ, কচু, ওলকপি, পেঁপেসহ অসময়ের তাল দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ ছাড়া বিভিন্ন বীজ দিয়ে তৈরি উপজেলার মানচিত্রসহ ফসলের খেত সব বয়সী মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন।
এদিকে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মধুমেলা। সন্ধ্যায় মধুমঞ্চে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা এবং যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।
মেলায় গিয়ে দেখা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের ৯ ফুট উচ্চতার সরিষাগাছ, সাতবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ওলকপি ও অসময়ের তাল, আলতাপোল গ্রামের কৃষক আব্দুস সালামের বড় বড় কাঁঠাল, বাগদহা গ্রামের কৃষক রেজাউল করিমের ৫ ফুট উঁচু কচু এবং পাশের তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক এস এম তাহসিমের ৬ ফুট উচ্চতার কলার কাঁদি ও ইসলামকাটি গ্রামের কৃষক আশরাফুল ইসলামের ৪ কেজি ৭৭৫ গ্রাম পেঁপে সব বয়সী দর্শনার্থীর নজর কাড়ছে।
কৃষি মেলায় আসা মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, কৃষি মেলা তার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সে এ ধরনের কৃষিপণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করতে চায়।
কেশবপুর উপজেলার নেহালপুর গ্রাম থেকে আসা কৃষক রফিকুল ইসলামের প্রতিবন্ধী নাতি আব্দুর রহমান (৬) জানায়, মধুমেলার মধ্যে বড় বড় লেবু ও কলা দেখে সে খুশি হয়েছে।
কৃষি মেলা দেখার সময় খুলনার রূপসা উপজেলার সামান্ত গ্রামের গৃহবধূ কারিশমা রহমান বলেন, মেলা থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় কৃষিপণ্য উৎপাদনের কাজ শুরু করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, কৃষি মেলায় সকাল থেকে অধিক রাত পর্যন্ত দর্শনার্থীর উপচে পড়া ভিড় হচ্ছে। তিন শতাধিক কৃষিপণ্য মেলায় আনা হয়েছে। বৃহত্তর যশোর-কুষ্টিয়া কৃষি উন্নয়ন প্রকল্প ও জেলা প্রশাসনের সহযোগিতায় মধুমেলার মধ্যে কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার ভেতরে ‘কৃষি মেলা’ সবার নজর কাড়ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
কলার বড় বড় কাঁদি, লাউ, মুলা, সরিষাগাছ, কচু, ওলকপি, পেঁপেসহ অসময়ের তাল দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ ছাড়া বিভিন্ন বীজ দিয়ে তৈরি উপজেলার মানচিত্রসহ ফসলের খেত সব বয়সী মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন।
এদিকে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মধুমেলা। সন্ধ্যায় মধুমঞ্চে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা এবং যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।
মেলায় গিয়ে দেখা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের ৯ ফুট উচ্চতার সরিষাগাছ, সাতবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ওলকপি ও অসময়ের তাল, আলতাপোল গ্রামের কৃষক আব্দুস সালামের বড় বড় কাঁঠাল, বাগদহা গ্রামের কৃষক রেজাউল করিমের ৫ ফুট উঁচু কচু এবং পাশের তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক এস এম তাহসিমের ৬ ফুট উচ্চতার কলার কাঁদি ও ইসলামকাটি গ্রামের কৃষক আশরাফুল ইসলামের ৪ কেজি ৭৭৫ গ্রাম পেঁপে সব বয়সী দর্শনার্থীর নজর কাড়ছে।
কৃষি মেলায় আসা মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, কৃষি মেলা তার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সে এ ধরনের কৃষিপণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করতে চায়।
কেশবপুর উপজেলার নেহালপুর গ্রাম থেকে আসা কৃষক রফিকুল ইসলামের প্রতিবন্ধী নাতি আব্দুর রহমান (৬) জানায়, মধুমেলার মধ্যে বড় বড় লেবু ও কলা দেখে সে খুশি হয়েছে।
কৃষি মেলা দেখার সময় খুলনার রূপসা উপজেলার সামান্ত গ্রামের গৃহবধূ কারিশমা রহমান বলেন, মেলা থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় কৃষিপণ্য উৎপাদনের কাজ শুরু করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, কৃষি মেলায় সকাল থেকে অধিক রাত পর্যন্ত দর্শনার্থীর উপচে পড়া ভিড় হচ্ছে। তিন শতাধিক কৃষিপণ্য মেলায় আনা হয়েছে। বৃহত্তর যশোর-কুষ্টিয়া কৃষি উন্নয়ন প্রকল্প ও জেলা প্রশাসনের সহযোগিতায় মধুমেলার মধ্যে কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে