Ajker Patrika

শিক্ষক-শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ০৬
শিক্ষক-শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা

গোপালপুরের শিমলা জামিরুন্নেছা উচ্চবিদ্যালয়ের ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে ৪ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকাকে অবসর এবং ৩ জন শিক্ষককে পদোন্নতি উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পদোন্নতি পাওয়া শিক্ষকেরা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহ আলম, আশরাফুজ্জামান রাসেল প্রমুখ।

এ সময় সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, ডুবাইল আদর্শ গণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, সাংবাদিক কে এম মিঠুসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত