বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের সময় কপাল কেটে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকের ভুলের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
নবজাতটি বান্দরবান পৌরসভার হাফেজঘোনার বরিশালপাড়া এলাকার মাহাবুব আলম ও পিংকি দম্পতির প্রথম সন্তান। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আইনি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
পার্বত্য মন্ত্রী বলেন, ‘অপারেশনের সময় চিকিৎসকসহ সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠে যাবে।’
নবজাতের মামা মো. হাসেম বলেন, ‘পিংকির প্রসব বেদনা অনুভব হলে বুধবার তাঁকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল থেকে পিংকির অবস্থা ভালো বলে হাসপাতালের চিকিৎসকেরা আশ্বস্ত করেন। তবে সন্ধ্যার পর পিংকির অবস্থা খারাপ বলে জানিয়ে দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন।’
মো. হাসেম জানান, রাত সাড়ে ৮টার দিকে অপারেশন কক্ষ থেকে কাপড়ে মুড়ে নবজাতক এনে মৃত হয়েছে বলে জানান চিকিৎসকেরা। পরে কাপড় খুলে দেখা যায়, বাচ্চার কপালে লম্বা কাটা দাগ। এ নিয়ে জিজ্ঞাসা করলে চিকিৎসকেরা কোনো সদুত্তর দিতে পারেনি। অপারেশনের সময় ভুলের কারণে নবজাতের মৃত্যু হয়েছে দাবি করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নীহার রঞ্জন নন্দী জানান, ‘সরকারি নির্দেশনা অনুসারে নরমাল ডেলিভারি করানোর সময় প্রসূতি মা দুর্বল হয়ে যান। ফোর্সেস ডেলিভারি করাতে যন্ত্রপাতি ব্যবহারের সময় অপ্রত্যাশিতভাবে নবজাতকের কপাল কেটে গেছে।’ তবে এতে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি স্বীকার করেননি।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি হাসপাতালে ছুটে যান। সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকিৎসক তাঁকে বলেছেন, প্রসবের আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু অভিভাবকেরা দাবি করছেন, অস্ত্রপোচার করতে গিয়ে নবজাতকের কপালে কেটে যাওয়ায় মারা গেছে।’ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া করা হবে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নিজ কার্যালয়ে সমাজসেবা বিভাগের চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘হাসপাতাল ও চিকিৎসক হলো মানুষের আশা-ভরসার স্থল। এখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারও মৃত্যু হয়, তাহলে সাধারণ মানুষ চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এতে করে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়বে।’ অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জনকে উদ্দেশ্য করে হাসপাতালের বিষয়ে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বান্দরবান সদর হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের সময় কপাল কেটে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকের ভুলের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
নবজাতটি বান্দরবান পৌরসভার হাফেজঘোনার বরিশালপাড়া এলাকার মাহাবুব আলম ও পিংকি দম্পতির প্রথম সন্তান। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আইনি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
পার্বত্য মন্ত্রী বলেন, ‘অপারেশনের সময় চিকিৎসকসহ সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠে যাবে।’
নবজাতের মামা মো. হাসেম বলেন, ‘পিংকির প্রসব বেদনা অনুভব হলে বুধবার তাঁকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল থেকে পিংকির অবস্থা ভালো বলে হাসপাতালের চিকিৎসকেরা আশ্বস্ত করেন। তবে সন্ধ্যার পর পিংকির অবস্থা খারাপ বলে জানিয়ে দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন।’
মো. হাসেম জানান, রাত সাড়ে ৮টার দিকে অপারেশন কক্ষ থেকে কাপড়ে মুড়ে নবজাতক এনে মৃত হয়েছে বলে জানান চিকিৎসকেরা। পরে কাপড় খুলে দেখা যায়, বাচ্চার কপালে লম্বা কাটা দাগ। এ নিয়ে জিজ্ঞাসা করলে চিকিৎসকেরা কোনো সদুত্তর দিতে পারেনি। অপারেশনের সময় ভুলের কারণে নবজাতের মৃত্যু হয়েছে দাবি করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নীহার রঞ্জন নন্দী জানান, ‘সরকারি নির্দেশনা অনুসারে নরমাল ডেলিভারি করানোর সময় প্রসূতি মা দুর্বল হয়ে যান। ফোর্সেস ডেলিভারি করাতে যন্ত্রপাতি ব্যবহারের সময় অপ্রত্যাশিতভাবে নবজাতকের কপাল কেটে গেছে।’ তবে এতে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি স্বীকার করেননি।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি হাসপাতালে ছুটে যান। সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকিৎসক তাঁকে বলেছেন, প্রসবের আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু অভিভাবকেরা দাবি করছেন, অস্ত্রপোচার করতে গিয়ে নবজাতকের কপালে কেটে যাওয়ায় মারা গেছে।’ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া করা হবে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নিজ কার্যালয়ে সমাজসেবা বিভাগের চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘হাসপাতাল ও চিকিৎসক হলো মানুষের আশা-ভরসার স্থল। এখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারও মৃত্যু হয়, তাহলে সাধারণ মানুষ চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এতে করে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়বে।’ অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জনকে উদ্দেশ্য করে হাসপাতালের বিষয়ে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে