Ajker Patrika

অস্ত্রোপচারে কপাল কেটে নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২: ২৪
অস্ত্রোপচারে কপাল কেটে নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবান সদর হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের সময় কপাল কেটে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকের ভুলের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

নবজাতটি বান্দরবান পৌরসভার হাফেজঘোনার বরিশালপাড়া এলাকার মাহাবুব আলম ও পিংকি দম্পতির প্রথম সন্তান। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আইনি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।

পার্বত্য মন্ত্রী বলেন, ‘অপারেশনের সময় চিকিৎসকসহ সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠে যাবে।’

নবজাতের মামা মো. হাসেম বলেন, ‘পিংকির প্রসব বেদনা অনুভব হলে বুধবার তাঁকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল থেকে পিংকির অবস্থা ভালো বলে হাসপাতালের চিকিৎসকেরা আশ্বস্ত করেন। তবে সন্ধ্যার পর পিংকির অবস্থা খারাপ বলে জানিয়ে দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন।’

মো. হাসেম জানান, রাত সাড়ে ৮টার দিকে অপারেশন কক্ষ থেকে কাপড়ে মুড়ে নবজাতক এনে মৃত হয়েছে বলে জানান চিকিৎসকেরা। পরে কাপড় খুলে দেখা যায়, বাচ্চার কপালে লম্বা কাটা দাগ। এ নিয়ে জিজ্ঞাসা করলে চিকিৎসকেরা কোনো সদুত্তর দিতে পারেনি। অপারেশনের সময় ভুলের কারণে নবজাতের মৃত্যু হয়েছে দাবি করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নীহার রঞ্জন নন্দী জানান, ‘সরকারি নির্দেশনা অনুসারে নরমাল ডেলিভারি করানোর সময় প্রসূতি মা দুর্বল হয়ে যান। ফোর্সেস ডেলিভারি করাতে যন্ত্রপাতি ব্যবহারের সময় অপ্রত্যাশিতভাবে নবজাতকের কপাল কেটে গেছে।’ তবে এতে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি স্বীকার করেননি।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি হাসপাতালে ছুটে যান। সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকিৎসক তাঁকে বলেছেন, প্রসবের আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু অভিভাবকেরা দাবি করছেন, অস্ত্রপোচার করতে গিয়ে নবজাতকের কপালে কেটে যাওয়ায় মারা গেছে।’ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া করা হবে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নিজ কার্যালয়ে সমাজসেবা বিভাগের চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘হাসপাতাল ও চিকিৎসক হলো মানুষের আশা-ভরসার স্থল। এখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারও মৃত্যু হয়, তাহলে সাধারণ মানুষ চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এতে করে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়বে।’ অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জনকে উদ্দেশ্য করে হাসপাতালের বিষয়ে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত