Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত আহত ৫

মিরসরাই ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ১৯
সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত আহত ৫

চট্টগ্রামের মিরসরাই ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গত শুক্রবার সন্ধ্যা ও রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বারইয়ারহাট-রামগড় সড়কের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল এলাকায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। এ সময় একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানা–পুলিশ।

নিহতরা হলেন জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকার গজারিয়া এলাকার আবু তৈয়বের ছেলে মো. হানিফ (২৭)। আহত হয়েছেন হেঁয়াকোর গজারিয়া এলাকার আবু তাহেরের ছেলে শাহ আলম। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় বারইয়ারহাট-রামগড় সড়কের সাইবেনিখিল এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কারখানার সামনে একটি গাড়িকে ওভারটেক করার সময় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাহাদাতকে মৃত ঘোষণা করেন কর্তবরত চিকিৎসক। আর ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হানিফ।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের প্রজেক্ট গেট এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতেরা হলেন মো. ফারুক (৪০), মো. খলিল (৪৩), মো. রাশেদ (২১) ও মো. মানিক (২৩)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে গুরুতর আহত ফারুক ও খলিলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি থানায় আনা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাজিব বিন হারুন বলেন, আহত ফারুকের মাথায় ও বাম পায়ে গুরুতর জখম হয়েছে। আর খলিল বাম হাত ও কাঁধে আঘাত পেয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত