বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলতি মাসেই মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমা দিয়ে হলে ফিরছেন মাহিয়া মাহি। আগামী অক্টোবরে থাকবেন একই পরিচালকের আরও এক সিনেমা নিয়ে।
মাহিয়া মাহিকে আগের মতো নিয়মিত সিনেমার খবরে পাওয়া যায় না এখন। ফেসবুকেই দেখা মেলে তাঁর। দৈনন্দিন যাপনের দু-একটা ছবি, টুকরো মুহূর্তের ভিডিও আপলোড করেন। লাইভেও আসেন মাঝেমধ্যে। মাহির আলাপের অনেকটা অংশজুড়ে থাকে ‘ফারিশতা’র খবর। এ নামে গাজীপুরে রেস্তোরাঁ চালু করেছেন রাকিব-মাহি দম্পতি। সারা দিনের সাংসারিক কাজ শেষে রাতে ওখানে আড্ডা বসান তাঁরা।
অনেক দিন নতুন সিনেমায় যুক্ত না হলেও সিনেমা থেকে একেবারে দূরে সরে যাননি মাহি। ‘পরাণ’ সিনেমার প্রিমিয়ারে স্বামীকে নিয়ে এসেছিলেন কিছুদিন আগে। সোমবার রাতের ফেসবুক লাইভেও এল সিনেমার প্রসঙ্গ। ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমাকে কেন্দ্র করে হলে দর্শকের যে জোয়ার চলছে, তাতে উচ্ছ্বসিত মাহি। রেস্তোরাঁয় বসে এ দুই সিনেমার গান শুনলেন, নিজেও গলা মেলালেন। আর বললেন, ‘পরাণ ও হাওয়া আমাদের সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের সিনেমা নিয়ে সারা দেশের লোকজন কথা বলছে। এমনকি দেশের বাইরে যাঁরা থাকেন, তাঁদের মুখে মুখেও এ দুই সিনেমার নাম। অনেক দিন পরে এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগছে।’
দুই বছরের বিরতি পেরিয়ে মাহি অভিনীত সিনেমা আসছে এ মাসে। ১৯ আগস্ট মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’। সরকারি অনুদানের সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। সোমবার রাতে নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে ‘আশীর্বাদ’ মুক্তির তারিখ। লাল রঙের পোস্টারের মাঝে ভেসে উঠেছে বাংলাদেশের মানচিত্র। তাতে মাহিয়া মাহি, রোশানসহ অন্যরা। মানচিত্রের বাইরে হুইলচেয়ারে এক শিশু। পরিচালক জানালেন, সিনেমাটির কাহিনি আমাদের মুক্তিযুদ্ধ ও অটিজম নিয়ে। সে বিষয়টিই পোস্টারে তুলে আনা হয়েছে।
‘আশীর্বাদ’ মুক্তির পর ৭ অক্টোবর ‘যাও পাখি বলো তারে’ নিয়ে হলে দেখা দেবেন মাহি। এটিও মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনা। এ সিনেমায় মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি গ্রাম্য পটভূমিতে তৈরি হয়েছে। মূল বিষয়বস্তু প্রেম, বিরহ ও বিচ্ছেদ। গত বছরের অক্টোবরে বান্দরবান ও কক্সবাজারে তিনটি গানের মধ্য দিয়ে শেষ হয়েছিল সিনেমার শুটিং।
এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেছিলেন মাহি। মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ভালো ব্যবসার পাশাপাশি ৪টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছিল ‘জান্নাত’।
চলতি মাসেই মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমা দিয়ে হলে ফিরছেন মাহিয়া মাহি। আগামী অক্টোবরে থাকবেন একই পরিচালকের আরও এক সিনেমা নিয়ে।
মাহিয়া মাহিকে আগের মতো নিয়মিত সিনেমার খবরে পাওয়া যায় না এখন। ফেসবুকেই দেখা মেলে তাঁর। দৈনন্দিন যাপনের দু-একটা ছবি, টুকরো মুহূর্তের ভিডিও আপলোড করেন। লাইভেও আসেন মাঝেমধ্যে। মাহির আলাপের অনেকটা অংশজুড়ে থাকে ‘ফারিশতা’র খবর। এ নামে গাজীপুরে রেস্তোরাঁ চালু করেছেন রাকিব-মাহি দম্পতি। সারা দিনের সাংসারিক কাজ শেষে রাতে ওখানে আড্ডা বসান তাঁরা।
অনেক দিন নতুন সিনেমায় যুক্ত না হলেও সিনেমা থেকে একেবারে দূরে সরে যাননি মাহি। ‘পরাণ’ সিনেমার প্রিমিয়ারে স্বামীকে নিয়ে এসেছিলেন কিছুদিন আগে। সোমবার রাতের ফেসবুক লাইভেও এল সিনেমার প্রসঙ্গ। ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমাকে কেন্দ্র করে হলে দর্শকের যে জোয়ার চলছে, তাতে উচ্ছ্বসিত মাহি। রেস্তোরাঁয় বসে এ দুই সিনেমার গান শুনলেন, নিজেও গলা মেলালেন। আর বললেন, ‘পরাণ ও হাওয়া আমাদের সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের সিনেমা নিয়ে সারা দেশের লোকজন কথা বলছে। এমনকি দেশের বাইরে যাঁরা থাকেন, তাঁদের মুখে মুখেও এ দুই সিনেমার নাম। অনেক দিন পরে এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগছে।’
দুই বছরের বিরতি পেরিয়ে মাহি অভিনীত সিনেমা আসছে এ মাসে। ১৯ আগস্ট মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’। সরকারি অনুদানের সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। সোমবার রাতে নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে ‘আশীর্বাদ’ মুক্তির তারিখ। লাল রঙের পোস্টারের মাঝে ভেসে উঠেছে বাংলাদেশের মানচিত্র। তাতে মাহিয়া মাহি, রোশানসহ অন্যরা। মানচিত্রের বাইরে হুইলচেয়ারে এক শিশু। পরিচালক জানালেন, সিনেমাটির কাহিনি আমাদের মুক্তিযুদ্ধ ও অটিজম নিয়ে। সে বিষয়টিই পোস্টারে তুলে আনা হয়েছে।
‘আশীর্বাদ’ মুক্তির পর ৭ অক্টোবর ‘যাও পাখি বলো তারে’ নিয়ে হলে দেখা দেবেন মাহি। এটিও মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনা। এ সিনেমায় মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি গ্রাম্য পটভূমিতে তৈরি হয়েছে। মূল বিষয়বস্তু প্রেম, বিরহ ও বিচ্ছেদ। গত বছরের অক্টোবরে বান্দরবান ও কক্সবাজারে তিনটি গানের মধ্য দিয়ে শেষ হয়েছিল সিনেমার শুটিং।
এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেছিলেন মাহি। মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ভালো ব্যবসার পাশাপাশি ৪টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছিল ‘জান্নাত’।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে