Ajker Patrika

ঘর পেয়ে আম্বিয়া-মাফুজাদের মনে আনন্দের জোয়ার

নেছার উদ্দিন, ফুলতলা
আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৯: ২৪
ঘর পেয়ে আম্বিয়া-মাফুজাদের মনে আনন্দের জোয়ার

মাথার ওপর একটু ছাউনির স্বপ্ন দেখতে দেখতে জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন আম্বিয়া বেগম (৬২)। কিন্তু স্বামী আবুল হোসেনের মৃত্যুর পর সে স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলেন। সন্তান-সংসার নেই। অন্যের ভাঙা ঘর কিংবা বারান্দায় রাত কাটাতেন। ঝড়-বৃষ্টি আর শীতে অমানবিক কষ্ট করেছেন। যখন জুটেছে তখন খেয়েছেন, নয়তো না খেয়েই কাটিয়ে দিয়েছেন। ফুলতলার জামিরার বাড্ডাগাতী গ্রামের এ বৃদ্ধা আম্বিয়ার দিন কেটেছে এভাবে। তবে তাঁর স্বপ্ন ভেঙে যায়নি।

অবশেষে ফুলতলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনি পেয়েছেন একটি ঘর। আম্বিয়া বেগম এখনো বিশ্বাস করতে পারছেন না, তার নিজের একটি ঠিকানা হয়েছে। ঘর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তিনি। এমন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জমিসহ একটি আধা-পাকা বাড়ি পেয়েছেন। জীবন সায়াহ্নে এসে একটি মাথা গোঁজার ঠাঁই পেয়ে বেজায় খুশি বৃদ্ধা মরিয়মও।

এদিকে জামিরার ছাতিয়ানী গ্রামের মাফুজার স্বামী রেজোয়ান মোল্লা হার্ডের সমস্যায় ভুগছেন প্রায় ১২ বছর ধরে। তিন ছেলে-মেয়ের লেখাপড়া করানো ও সংসার চালাতে গিয়ে সব সময় অভাব অনটন লেগেই থাকত। ছিল না কোন জমি কিংবা থাকার জন্য ঘর। অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে পেটের ভাত জুটলেও রাতে ঘুমানোর জায়গা ছিল না। পরের জমিতে পলিথিন টাঙিয়ে দুঃখ-দুর্দশায় দিন কাটত মাফুজার। উপজেলা নির্বাহী অফিসার নিজে এসে তাকে ঘর বুঝিয়ে দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, এভাবে নিজের অনুভূতির কথা বলছিলেন।

ফুলতলায় ঈদের ঠিক আগে জমিসহ বাড়ি পাওয়ায় ভূমিহীন ৪টি পরিবারের মুখে এখন রাজ্য জয়ের হাসি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধনের পর এসব পরিবারের হাতে ঘরের মালিকানাসহ দলিল তুলে দেওয়া হয়। ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন আশু, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, অধ্যক্ষ সমীর কুমার, আওয়ামী নেতা মো. আসলাম খান ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, শরিফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ হতে এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এবারের ঘর হস্তান্তর শেষে ৪ জন ১০ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে দুই শতক জমির ওপর নির্মিত ঘরের মালিক হলেন। এই প্রকল্পে আরও ৭৭টি ঘর নির্মাণ চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত