কুষ্টিয়ায় হামলা গুলি, আহত ৫০

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫: ২০
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২

কুষ্টিয়া সদরের বটতৈল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এম এ মোমিন মণ্ডল। ঘোড়া প্রতীক নিয়ে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার মিজানুরের মোটরসাইকেল র‍্যালিতে নৌকার সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এরপর উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকায় গতকাল দুপুরের দিকে। দুই পক্ষের সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুরসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া দেশের আরও কয়েকটি জেলায় ইউপি নির্বাচনকেন্দ্রিক হামলা-সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

দেশে ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৬ ডিসেম্বর। এর আগে তৃতীয় ধাপের ভোট হয় গত ২৮ নভেম্বর। ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। আর প্রথম ধাপের ভোট হয় দুই দফায় ২১ জুন ও ২০ সেপ্টেম্বর। ইউপি নির্বাচনে ষষ্ঠ ধাপে ভোট হওয়ার কথা রয়েছে আগামী ৩১ জানুয়ারি। ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৯২ জনের।

কুষ্টিয়া সদরের বটতৈল ইউনিয়নে স্থানীয় সূত্র জানায়, এই ইউনিয়নের খাজানগর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল র‍্যালি বের হয় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে। দোস্তপাড়া এলাকায় তাঁদের ওপর নৌকার প্রার্থী মোমিন মণ্ডলের সমর্থকেরা হামলা চালান। এ সময় মিজানুরসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে মিজানুরের সমর্থকেরা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে লাঠিপেটা করে এবং ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশসহ অর্ধ-শতাধিক আহত হন। বিকেল ৪টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

চেয়ারম্যান প্রার্থী মিজানুরের সমর্থকদের অভিযোগ, মোমিন মণ্ডলের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে মোমিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেছেন, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানসহ তাঁর কর্মী-সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান বলেন, বটতৈলের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের কাশিমিলা বটতলী নামক স্থানে আওয়ামী লীগের প্রার্থীর পোস্টারের পাশে ইউপি নির্বাচনে সদস্য প্রার্থীর পোস্টার লাগানো ও নৌকার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে ঘটনাটি ঘটে।

লালমনিরহাটের হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় গত সোমবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এরপর গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে। সংঘর্ষের জন্য আওয়ামী লীগের প্রার্থী সেলিম হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পরস্পরকে দোষারোপ করেছেন।

শরীয়তপুরের ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জসিম খানের স্ত্রী বুবলি আক্তারের ওপর সোমবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বুবলিসহ তিনজন আহত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বিপ্লব সিকদারের কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাজাহান সাজুর কর্মীদের ওপর আওয়ামী লীগের প্রার্থী আব্দুল রউফের কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত