Ajker Patrika

কাটা হলো সেই শতবর্ষী বটগাছ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৪: ০৬
কাটা হলো সেই শতবর্ষী বটগাছ

ভোলার লালমোহন উপজেলায় সড়কের পাশের সেই শতবর্ষী বটগাছটি শেষ পর্যন্ত কাটা হয়েছে। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের জন্য গতকাল মঙ্গলবার গাছটি কাটা হয়। এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, ১১০ বছর আগে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা কৃষক অম্বিকা চরণ মজুমদার গাছটি রোপণ করেন। আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের জন্য বটগাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। কালের সাক্ষী শতবর্ষী গাছটি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় ‘কাটা পড়ার শঙ্কায় শতবর্ষী বটগাছ, এলাকায় চাপা ক্ষোভ’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে গাছটা রক্ষার দাবি তোলেন স্থানীয় ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দা স্কুলশিক্ষক বিকাশ মজুমদার বলেন, ভোলা-চরফ্যাশন সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। তাই কাটা হলো শতবর্ষী গাছটি। গাছটি ইতিহাসের অংশ।

অম্বিকা চরণ মজুমদারের ছেলে গৌরহরি মজুমদার বলেন, বটগাছটিকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে। গাছটি কেটে ফেলায় খারাপ লাগছে।

এ ব্যাপারে ভোলা-চরফ্যাশন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ভোলা-চরফ্যাশন সড়ক ১৮ ফুট থেকে ২৯ ফুট প্রশস্ত করা হচ্ছে। এ জন্য সড়কের পাশে অনেক গাছ কাটা হচ্ছে। শতবর্ষী এ গাছটি কাটা না হলে সড়ক বেঁকে যাবে, সরু হয়ে যাবে। এতে দুর্ঘটনা ঘটবে। তাই বাধ্য হয়ে গাছটি কাটতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত