বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ের শুরুটা মঞ্চ থেকে না হলেও মঞ্চের প্রতি আলাদা টান রয়েছে কাজী নওশাবা আহমেদের। সুযোগ পেলেই ছুটে যান মঞ্চে অভিনয় করতে। সম্প্রতি নাট্যদল আরশিনগরের হয়ে টানা পাঁচ দিনে ‘সিদ্ধার্থ’ নাটকের সাতটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। মঞ্চের প্রতি সেই ভালোবাসা থেকেই ২০১৮ সালে ‘টুগেদার উই ক্যান’ নামের একটি নাট্যদল গঠন করেন নওশাবা। আগামী মার্চেই নতুন প্রযোজনা আনছে দলটি। নাম ‘ত্রিবেণী’। এটি দলের চতুর্থ প্রযোজনা। এতে অভিনয় করবেন রংপুরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নওশাবার ভাবনায় নাটকটি রচনা করেছেন এজাজ ফারহা। নির্দেশনা দেবেন নওশাবা। মিউজিক করেছেন অভিষেক ভট্টাচার্য।
কাজী নওশাবা বলেন, ‘অনেকগুলো মানুষের অভিজ্ঞতার ফসল ত্রিবেণী। টুগেদার উই ক্যানের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। জীবনে চলার পথে যাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার প্রতিফলন এই নাটক। ত্রিবেণী হচ্ছে একটি আয়না। যেখানে সবাই কোনো না কোনোভাবে নিজেকে খুঁজে পাবেন। যারা অভিনয় করবে তারা সবাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। স্বাভাবিক মানুষের মতো না হলেও তাদের আছে অনেক কিছু করে দেখানোর সামর্থ্য। সেই বিষয়টিকে সবার সামনে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।’
নওশাবার ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে আছে পাপেট শো। নতুন এই নাটকেও পাপেট শোর দেখা মিলবে বলে জানান নওশাবা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নাটকের রিহার্সালে অংশ নিতে রংপুর যাবেন তিনি। পুরোপুরি প্রস্তুত করে নাটকের শিল্পীদের নিয়ে ফিরবেন ঢাকায়। মার্চের প্রথম সপ্তাহে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে একটি নাট্যোৎসব। সেখানেই মঞ্চায়ন হবে ত্রিবেণী।
এর আগে রাজশাহীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে টুগেদার উই ক্যান মঞ্চে এনেছিল আরও একটি নাটক। ‘রিয়া গার্ল উইথ অ্যা হোয়াইট পিজন’ নামের নাটকটিও নির্দেশনা দিয়েছিলেন নওশাবা।
অভিনয়ের শুরুটা মঞ্চ থেকে না হলেও মঞ্চের প্রতি আলাদা টান রয়েছে কাজী নওশাবা আহমেদের। সুযোগ পেলেই ছুটে যান মঞ্চে অভিনয় করতে। সম্প্রতি নাট্যদল আরশিনগরের হয়ে টানা পাঁচ দিনে ‘সিদ্ধার্থ’ নাটকের সাতটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। মঞ্চের প্রতি সেই ভালোবাসা থেকেই ২০১৮ সালে ‘টুগেদার উই ক্যান’ নামের একটি নাট্যদল গঠন করেন নওশাবা। আগামী মার্চেই নতুন প্রযোজনা আনছে দলটি। নাম ‘ত্রিবেণী’। এটি দলের চতুর্থ প্রযোজনা। এতে অভিনয় করবেন রংপুরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নওশাবার ভাবনায় নাটকটি রচনা করেছেন এজাজ ফারহা। নির্দেশনা দেবেন নওশাবা। মিউজিক করেছেন অভিষেক ভট্টাচার্য।
কাজী নওশাবা বলেন, ‘অনেকগুলো মানুষের অভিজ্ঞতার ফসল ত্রিবেণী। টুগেদার উই ক্যানের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। জীবনে চলার পথে যাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার প্রতিফলন এই নাটক। ত্রিবেণী হচ্ছে একটি আয়না। যেখানে সবাই কোনো না কোনোভাবে নিজেকে খুঁজে পাবেন। যারা অভিনয় করবে তারা সবাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। স্বাভাবিক মানুষের মতো না হলেও তাদের আছে অনেক কিছু করে দেখানোর সামর্থ্য। সেই বিষয়টিকে সবার সামনে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।’
নওশাবার ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে আছে পাপেট শো। নতুন এই নাটকেও পাপেট শোর দেখা মিলবে বলে জানান নওশাবা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নাটকের রিহার্সালে অংশ নিতে রংপুর যাবেন তিনি। পুরোপুরি প্রস্তুত করে নাটকের শিল্পীদের নিয়ে ফিরবেন ঢাকায়। মার্চের প্রথম সপ্তাহে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে একটি নাট্যোৎসব। সেখানেই মঞ্চায়ন হবে ত্রিবেণী।
এর আগে রাজশাহীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে টুগেদার উই ক্যান মঞ্চে এনেছিল আরও একটি নাটক। ‘রিয়া গার্ল উইথ অ্যা হোয়াইট পিজন’ নামের নাটকটিও নির্দেশনা দিয়েছিলেন নওশাবা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে