Ajker Patrika

আহাজারি থামছে না নিহতদের বাড়িতে

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ৪০
আহাজারি থামছে না নিহতদের বাড়িতে

চাঁদপুরের কচুয়ায় নিহত তিন শিক্ষার্থীর বাড়িতে এখন চলছে শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে তিনজনই কচুয়া বাইপাস সড়ক থেকে হাজীগঞ্জের উদ্দেশে রওনা দেন। বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটির ধাক্কায় তাঁদের সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। এরপর থেকে তাঁদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী। তাঁরা হলেন—দোয়াটি গ্রামের রাজকুমারের কন্যা ঊর্মি মজুমদার (২৪) ও নিশ্চিতপুর গ্রামের মান্নানের পুত্র সাদ্দাম হোসেন (২৫)। আরেকজন চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র উপজেলার কোয়া গ্রামের মফিজ সরদারের ছেলে রিফাত হোসেন (২৪)।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকাবাসী ও পরিবারের লোকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভিড় জমান। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে হাসপাতাল এলাকায় কান্নার রোল পড়ে।

দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে ঊর্মি মজুমদারের ছোট ভাই শুভ বলেন, ‘তিন বোন এক ভাইয়ের মধ্যে ঊর্মি দ্বিতীয়। ৫ বছর পূর্বে রাজ কুমার কুয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান। ভাগ্যের নির্মম পরিহাস বাবার মতো আজ দিদিও সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে পরপারে চলে গেছে।’

নিহত শিক্ষার্থী সাদ্দামের চাচাতো ভাই শাহজালাল প্রধান জালাল জানান, এ খবর তাঁর পরিবারের লোকজনের জানার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

অপরদিকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেনের মৃত্যুর খবর উপজেলাসংলগ্ন কোয়া গ্রামের মফিজ সরদারের বাড়িতে পৌঁছলে পিতা মফিজ কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলেন।

জ্ঞান ফিরলে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, এক মেয়ে ও দুই ছেলের মধ্যে রিফাত দ্বিতীয় ছিল। ছেলেকে কতবার বললাম, বাড়ির সামনে কচুয়া সরকারি বঙ্গবন্ধু কলেজে ভর্তি হও। কিন্তু শুনল না। আজ লাশ হয়ে বাড়ি ফিরল, এ কথা বলেই তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত