কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় নিহত তিন শিক্ষার্থীর বাড়িতে এখন চলছে শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে তিনজনই কচুয়া বাইপাস সড়ক থেকে হাজীগঞ্জের উদ্দেশে রওনা দেন। বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটির ধাক্কায় তাঁদের সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। এরপর থেকে তাঁদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী। তাঁরা হলেন—দোয়াটি গ্রামের রাজকুমারের কন্যা ঊর্মি মজুমদার (২৪) ও নিশ্চিতপুর গ্রামের মান্নানের পুত্র সাদ্দাম হোসেন (২৫)। আরেকজন চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র উপজেলার কোয়া গ্রামের মফিজ সরদারের ছেলে রিফাত হোসেন (২৪)।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকাবাসী ও পরিবারের লোকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভিড় জমান। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে হাসপাতাল এলাকায় কান্নার রোল পড়ে।
দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে ঊর্মি মজুমদারের ছোট ভাই শুভ বলেন, ‘তিন বোন এক ভাইয়ের মধ্যে ঊর্মি দ্বিতীয়। ৫ বছর পূর্বে রাজ কুমার কুয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান। ভাগ্যের নির্মম পরিহাস বাবার মতো আজ দিদিও সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে পরপারে চলে গেছে।’
নিহত শিক্ষার্থী সাদ্দামের চাচাতো ভাই শাহজালাল প্রধান জালাল জানান, এ খবর তাঁর পরিবারের লোকজনের জানার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেনের মৃত্যুর খবর উপজেলাসংলগ্ন কোয়া গ্রামের মফিজ সরদারের বাড়িতে পৌঁছলে পিতা মফিজ কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলেন।
জ্ঞান ফিরলে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, এক মেয়ে ও দুই ছেলের মধ্যে রিফাত দ্বিতীয় ছিল। ছেলেকে কতবার বললাম, বাড়ির সামনে কচুয়া সরকারি বঙ্গবন্ধু কলেজে ভর্তি হও। কিন্তু শুনল না। আজ লাশ হয়ে বাড়ি ফিরল, এ কথা বলেই তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন।
চাঁদপুরের কচুয়ায় নিহত তিন শিক্ষার্থীর বাড়িতে এখন চলছে শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে তিনজনই কচুয়া বাইপাস সড়ক থেকে হাজীগঞ্জের উদ্দেশে রওনা দেন। বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটির ধাক্কায় তাঁদের সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। এরপর থেকে তাঁদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী। তাঁরা হলেন—দোয়াটি গ্রামের রাজকুমারের কন্যা ঊর্মি মজুমদার (২৪) ও নিশ্চিতপুর গ্রামের মান্নানের পুত্র সাদ্দাম হোসেন (২৫)। আরেকজন চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র উপজেলার কোয়া গ্রামের মফিজ সরদারের ছেলে রিফাত হোসেন (২৪)।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকাবাসী ও পরিবারের লোকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভিড় জমান। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে হাসপাতাল এলাকায় কান্নার রোল পড়ে।
দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে ঊর্মি মজুমদারের ছোট ভাই শুভ বলেন, ‘তিন বোন এক ভাইয়ের মধ্যে ঊর্মি দ্বিতীয়। ৫ বছর পূর্বে রাজ কুমার কুয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান। ভাগ্যের নির্মম পরিহাস বাবার মতো আজ দিদিও সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে পরপারে চলে গেছে।’
নিহত শিক্ষার্থী সাদ্দামের চাচাতো ভাই শাহজালাল প্রধান জালাল জানান, এ খবর তাঁর পরিবারের লোকজনের জানার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেনের মৃত্যুর খবর উপজেলাসংলগ্ন কোয়া গ্রামের মফিজ সরদারের বাড়িতে পৌঁছলে পিতা মফিজ কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলেন।
জ্ঞান ফিরলে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, এক মেয়ে ও দুই ছেলের মধ্যে রিফাত দ্বিতীয় ছিল। ছেলেকে কতবার বললাম, বাড়ির সামনে কচুয়া সরকারি বঙ্গবন্ধু কলেজে ভর্তি হও। কিন্তু শুনল না। আজ লাশ হয়ে বাড়ি ফিরল, এ কথা বলেই তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪