Ajker Patrika

বড়দিনের উৎসবের আমেজ

হিলি প্রতিনিধি 
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৮
বড়দিনের উৎসবের আমেজ

আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিনের উৎসবকে ঘিরে দিনাজপুরের হিলিতে খ্রিষ্টান পল্লিগুলোর বিভিন্ন গির্জা ও বাড়িতে চলছে সাজসজ্জা ও উৎসবের আমেজ।

খ্রিষ্টান পরিবারগুলোয় চলছে নানা রকম আয়োজন, ব্যস্ত সময় পার করছেন তাঁরা। গতবার করোনার কারণে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করতে না পারলেও এবারে বড়দিনের উৎসব পালনের প্রস্তুতি চলছে তাঁদের।

হিলির জামতলি মিশন পাড়ার টুডু সরেন জানান, বড়দিন উদ্‌যাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বাড়িঘরে নানা ধরনের আলপনা আঁকা হচ্ছে। আজ রাত থেকেই বড়দিনকে ঘিরে বিভিন্ন ধরনের পিঠা ও কেক তৈরি করা হবে। বড়দিনে পরিবারের সব সদস্য নতুন জামা–কাপড় পড়বেন। সবকিছু মিলিয়ে উৎসব মুখর পরিবেশে বেশ ভালোভাবে বড়দিন পালন হবে এবার।

স্থানীয় বাসিন্দা রবিন মুর্ম বলেন, ‘যিশুখ্রিষ্টের জন্মদিন ভালোভাবে পালনের জন্য আমরা নয় দিন ধরে নবেনা পালন করি। বিশেষ করে শারীরিক ও মানসিকভাবে যিশুখ্রিষ্টের জন্মদিন পালন করতে আমরা যেন প্রস্তুত হয়ে থাকি। এ ছাড়া আমরা যিশুখ্রিষ্টের কাছে প্রার্থনা করি, আমরা যেন সবাই মিলে সুখে–শান্তিতে এক সঙ্গে বসবাস করতে পারি। সেই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।’

হাকিমপুর উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি রুপলাল তির্কি বলেন, ‘সারা পৃথিবীতে ২৫ ডিসেম্বর বড়দিন উদ্‌যাপিত হয়ে থাকে। অন্যান্য দেশে ১ ডিসেম্বর থেকে বড়দিন উদ্‌যাপন শুরু হলেও আমাদের দেশে ১৬ ডিসেম্বরের পর থেকে নবেনা প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন শুরু হয়। ৯ দিনব্যাপী প্রার্থনা চলে আমাদের। এর মধ্য দিয়ে বড়দিন উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়। বড়দিনকে ঘিরে গির্জা ও বাড়িঘরগুলোতে সাজসজ্জা করা হয়। আজ রাতে প্রার্থনা করা হবে, এ ছাড়া ২৫ ডিসেম্বর প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান হবে।’

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার আজকের পত্রিকাকে জানান, হিলিতে সর্বমোট ১০টি গির্জা রয়েছে। ইতিমধ্যে আমরা গির্জার পরিচালক কমিটির সঙ্গে যোগাযোগ করেছি। গির্জাগুলো সাদা পোশাকের পুলিশের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যেন সুন্দরভাবে বড়দিন উদ্‌যাপন করতে পারেন সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত